Bollywood Gossips: মাঝরাতে রানির বেডরুমে গোবিন্দা?

পরনিন্দা,পরচর্চার আখড়া বলিউড। সেলিব্রেটিদের নিয়ে মুচমুচে খবর প্রকাশ্যে এলে শোরগোল হয়। কিছু খবর আবার চাপা পড়েও যায়। তেমনই গোবিন্দা ও রানি মুখার্জির এক রাতের ঘটনা। রানি মুখার্জির ঘর থেকে নাকি রাত পোশাকে বেরিয়ে আসেন গোবিন্দা। এক সাংবাদিকের দাবি তিনি রানীর সাক্ষাৎকার নিতে গিয়ে এমনটাই দেখেছিলেন।

Bollywood Gossips: মাঝরাতে রানির বেডরুমে গোবিন্দা?
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:52 PM

পরনিন্দা,পরচর্চার আখড়া বলিউড। সেলিব্রেটিদের নিয়ে মুচমুচে খবর প্রকাশ্যে এলে শোরগোল হয়। কিছু খবর আবার চাপা পড়েও যায়। তেমনই গোবিন্দা ও রানি মুখার্জির এক রাতের ঘটনা। রানি মুখার্জির ঘর থেকে নাকি রাত পোশাকে বেরিয়ে আসেন গোবিন্দা। এক সাংবাদিকের দাবি তিনি রানীর সাক্ষাৎকার নিতে গিয়ে এমনটাই দেখেছিলেন।

৯০ এর দশকে গোবিন্দার কেরিয়ার তখন মাঝ গগনে। তখন সবে অভিনয় শুরু করেছেন রানি। ‘হদ কর দি আপনে’ ছবির জন্য বিদেশে চলছিল শুটিং। তার জন্য দীর্ঘদিন বিদেশে থাকতে হয় তাঁদের। অনেক প্রত্যক্ষদর্শীরা বলেন সুযোগ পেলেই নিজেদের মতো করে সময় কাটাতেন রানি ও গোবিন্দা। রানির কাছে চলে যেত দামি গাড়ি, ফ্ল্যাট আরও কত কিছু। রটনা রানির জন্য নাকি গোবিন্দার সংসারও ভাঙতে চলেছিল। গোবিন্দার স্ত্রী নাকি রানির সঙ্গে কাজ না করার শর্ত দেন। এই প্রসঙ্গে রানি জানান তিনি শুধুই গোবিন্দার বন্ধু, ‘হামদর্দ’। এখন আদিত্য কাপুরের সঙ্গে রানির সুখের সংসার। তবুও সেই ‘কলঙ্কের দাগ’ আজও বয়ে বেড়াতে হয় গোবিন্দাকে।

Follow Us: