Kiriteswari Temple: বাংলায় দেশের সেরা পর্যটন গ্রাম, চেনেন?

| Edited By: Tapasi Dutta

Oct 08, 2023 | 7:54 PM

Best Place to Visit in West Bengal: ২০২৩-এ দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। গ্রামের নাম কিরীটকণা হলেও কিরীটেশ্বরী নামেই অধিক পরিচিত। ভাগীরথীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম কিরীটকণা।

২০২৩-এ দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। গ্রামের নাম কিরীটকণা হলেও কিরীটেশ্বরী নামেই অধিক পরিচিত। ভাগীরথীর পশ্চিম পাড়ে মন্দির অধ্যুষিত গ্রাম কিরীটকণা। পুরাণ মতে, দক্ষযজ্ঞের সময় এখানে পড়ে দেবীর মুকুট বা কিরীট। এখানে পুজিতা সতীর শিলা রূপ। এই মন্দিরের ভৈরবী বিমলা এবং ভৈরব সামব্রত। মতান্তরে মন্দিরের ভৈরব মূর্তি আদতে একটি ধ্যান বুদ্ধমূর্তি। মুকুটটি রয়েছে গ্রামের এই গুপ্তমঠে। মুকুট দেখতে যেতে হয় গ্রামের ভিতর দিয়ে। শাক্ত এই মহাপীঠ বহু যুগ ধরে সাধকদের তীর্থক্ষেত্র।

গ্রামের মুসলিম বাসিন্দারা বুক দিয়ে আগলে রাখেন এই ঐতিহ্যবাহী মন্দির। বছরের প্রতিদিনই দেবীকে মাছ ভোগ দেওয়া হয়। রটন্তী অমাবস্যা দুর্গাপুজো ও কালীপুজোয় এখানে বিশেষ পুজো আয়োজিত হয়। এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তা সত্ত্বেও এখানে রাত্রি বাসের উপযুক্ত কোনও জায়গা নেই। থাকতে হয় বহরমপুর কিংবা হাজারদুয়ারির আশেপাশের হোটেলে। ভাগীরথী নদী পার করে টোটোয় বেশ কিছুটা পথ এসে তবে পৌঁছানো যায় ভারতের সেরা পর্যটন গ্রাম কিরীটকণায়। ৭৯৫টি আবেদন পরে ৩১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে। তারমধ্যে এই তকমা ছিনিয়ে নেয় মুর্শিদাবাদের কিরীটেশ্বরী।

Published on: Oct 08, 2023 07:43 PM