Odisha Migrant Worker: বাংলা বললেই বাংলাদেশি? ওড়িশায় পরিযায়ী শ্রমিক খুন!

|

Dec 26, 2025 | 2:22 PM

Odisha Migrant Worker: মুর্শিদাবাদের তিনজন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক রোজগারের জন্য সম্বলপুরে গিয়েছিলেন। ২৪ ডিসেম্বর রাতে তাঁদের “বাংলাদেশি অনুপ্রবেশকারী” বলে দাগিয়ে নির্মমভাবে হামলা চালানো হয়। এই হামলায় শ্রমিক জুয়েল রানা প্রাণ হারিয়েছেন। আরও দু’জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। 

ফের ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। আরও এক বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল। ওড়িশার সম্বলপুরে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ। গুরুতর আহত আরও দু’জন। অভিযোগ, বাংলায় কথা বলায়, তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়া হয় এবং নৃশংস হামলা চালানো হয়। মুর্শিদাবাদের তিনজন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক রোজগারের জন্য সম্বলপুরে গিয়েছিলেন। ২৪ ডিসেম্বর রাতে তাঁদের “বাংলাদেশি অনুপ্রবেশকারী” বলে দাগিয়ে নির্মমভাবে হামলা চালানো হয়। এই হামলায় শ্রমিক জুয়েল রানা প্রাণ হারিয়েছেন। আরও দু’জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস।