রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ দেখলাম..., সাতসকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা দেখা গেল, হাড়হিম সবার
এই দোকানের সামনে থেকে দেহ উদ্ধার হয়।Image Credit source: TV9 বাংলা

‘রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ দেখলাম…’, সাতসকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা দেখা গেল, হাড়হিম সবার

|

Jan 02, 2026 | 7:05 PM

Kalyani Expressway: কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে এক ব্যক্তির রহস্যমৃত্যু। নিজের দোকানের সামনে থেকেই উদ্ধার হল দেহ। এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস গেটের পাশ থেকে এই দেহ উদ্ধার হয়। বাইক শোরুমের সামনে দেহ পড়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে এক ব্যক্তির রহস্যমৃত্যু। নিজের দোকানের সামনে থেকেই উদ্ধার হল দেহ। এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস গেটের পাশ থেকে এই দেহ উদ্ধার হয়। বাইক শোরুমের সামনে দেহ পড়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এক ব্যক্তি বলেন, “আমি রাস্তা পার হয়ে আসছিলাম, হঠাৎ দেখলাম দোকানের সামনে কেউ একজন পড়ে রয়েছে। জ্যাকেট দেখে মনে হল রানাদা, আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলাম।”