Basirhat News: শ্রমিকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

| Edited By: Moumita Das

Aug 09, 2023 | 4:43 PM

বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণার হাবরা থানার গুমা এলাকার বাসিন্দা বছর ৩৫ এর বিকাশ হালদার মিনাখাঁর রাজেন্দ্রপুর এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া-দাওয়া করে নির্মীয়মান রিসর্টের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তারপর ডাকাডাকি করলেও তার কোন সাড়াশব্দ না মেলায় মিনাখাঁ থানায় খবর দেয় নির্মীয়মান রিসর্ট কর্তৃপক্ষ।

বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণার হাবরা থানার গুমা এলাকার বাসিন্দা বছর ৩৫ এর বিকাশ হালদার মিনাখাঁর রাজেন্দ্রপুর এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া-দাওয়া করে নির্মীয়মান রিসর্টের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তারপর সকালে সবাই উঠে কাজে গেলেও ঐ শ্রমিক না যাওয়ায় সন্দেহ হয় অন্যান্য শ্রমিকদের। তারপর ডাকাডাকি করলেও তার কোন সাড়াশব্দ না মেলায় মিনাখাঁ থানায় খবর দেয় নির্মীয়মান রিসর্ট কর্তৃপক্ষ। তারপর মিনাখাঁ থানার পুলিশ গিয়ে নিথর অবস্থায় তাকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ৩৫ বছরের বিকাশ হালদারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।

Published on: Aug 09, 2023 03:42 PM