Nadia Panchayat Elections: ভোট শেষ, প্রার্থী এবার টোটো চালক!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 17, 2023 | 11:40 PM

ভাইকে নির্বাচনে পরাজিত করে ভোট উৎসব ছেড়ে এই বার নিজের পেশায় ফিরলেন গ্রাম পঞ্চায়েতের সদ্য বিজেপির পদে নির্বাচিত সদস্য টোটো চালক। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের প্রার্থী তার নিজেরই ভাই।

Follow Us

ভাইকে নির্বাচনে পরাজিত করে ভোট উৎসব ছেড়ে এই বার নিজের পেশায় ফিরলেন গ্রাম পঞ্চায়েতের সদ্য বিজেপির পদে নির্বাচিত সদস্য টোটো চালক। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের প্রার্থী তার নিজেরই ভাই।ভোটে জয়লাভ করার পর আবার নিজের কাজের মধ্যে ফিরে গেলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনীবাস গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর আসনে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাস । পেশায় বিকাশ চন্দ্র দাস একজন টোটো চালক ।ভোটের ময়দানে এই আসনটি ছিল সকলের নজর কারা । এই আসনে ভায়ে ভায়ে ভোটের লড়াই হয়েছিল । দাদা বিকাশ চন্দ্র দাস বিজেপি প্রার্থী, ভাই সমীর কুমার দাস তৃণমূল কংগ্রেস প্রার্থী । তৃণমূল প্রার্থী সমীর দাস কে 119 ভোটে পরাস্ত করে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাস।

ভাইকে নির্বাচনে পরাজিত করে ভোট উৎসব ছেড়ে এই বার নিজের পেশায় ফিরলেন গ্রাম পঞ্চায়েতের সদ্য বিজেপির পদে নির্বাচিত সদস্য টোটো চালক। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূলের প্রার্থী তার নিজেরই ভাই।ভোটে জয়লাভ করার পর আবার নিজের কাজের মধ্যে ফিরে গেলেন নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনীবাস গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর আসনে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাস । পেশায় বিকাশ চন্দ্র দাস একজন টোটো চালক ।ভোটের ময়দানে এই আসনটি ছিল সকলের নজর কারা । এই আসনে ভায়ে ভায়ে ভোটের লড়াই হয়েছিল । দাদা বিকাশ চন্দ্র দাস বিজেপি প্রার্থী, ভাই সমীর কুমার দাস তৃণমূল কংগ্রেস প্রার্থী । তৃণমূল প্রার্থী সমীর দাস কে 119 ভোটে পরাস্ত করে বিজেপি প্রার্থী বিকাশ চন্দ্র দাস।

Next Video