AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Train Journey: বিনা পয়সায় ট্রেন যাত্রা!

Free Train Journey: বিনা পয়সায় ট্রেন যাত্রা!

আসাদ মল্লিক

|

Updated on: May 06, 2023 | 1:12 PM

Share

Train News: ট্রেনে ভ্রমণের করতে অনেকেই পছন্দ করেন। বেশিক্ষণ ট্রেনে ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেনা। প্রকৃতপক্ষে,৩ কিলোমিটার দূরত্ব অজনি এবং নাগপুরের মধ্যে।

ট্রেনে ভ্রমণের করতে অনেকেই পছন্দ করেন। বেশিক্ষণ ট্রেনে ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেনা। প্রকৃতপক্ষে,৩ কিলোমিটার দূরত্ব অজনি এবং নাগপুরের মধ্যে। এই রেললাইন নাগপুর থেকে অজনির মধ্যে যোগাযোগ রাখে। অন্য কোনও ট্রেন চলে না এই রেললাইনে। শুধু মাত্র “নাগপুর-অজনি প্যাসেঞ্জার” ট্রেনটি চলে। এই ট্রেনটি গন্তব্য স্থলে পৌঁছোতে সময় নেয় মাত্র ৯ মিনিট। ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এই রেললাইনটি । এই রেল লাইনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০ মিটার। এই যাত্রাপথের বাইরের দৃশ্য আপনার মন জয় করবে। এই যাত্রাপথের জন্য় টিকিটের প্রয়োজন হয় না। এই যাত্রাপথের জন্য় আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা। এই যাত্রাপথে খুব দ্রুত পৌঁছে যান যাত্রীরা। দূরত্ব এত কম,তাই টিকিটের প্রয়োজন হয় না। অজনি শহরটি খুবই ছোটো। দর্শনীয় বেশ কিছু ধর্মীয় স্থান রয়েছে এখানে। পর্যটকদের জংলি দেবী মন্দির বেশ ভালো লাগবে।