Jyotipriya Mallick Arrest: 'জ্যোতিপ্রিয়কে গ্রেফতার ষড়যন্ত্র'

Jyotipriya Mallick Arrest: ‘জ্যোতিপ্রিয়কে গ্রেফতার ষড়যন্ত্র’

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Oct 31, 2023 | 7:37 PM

একুশের নির্বাচনে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় বিজেপি লোকসভার আগে ষড়যন্ত্রে নেমেছে। বসিরহাটের খোলাপাতায় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। একুশের নির্বাচনে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় বিজেপি লোকসভার আগে ষড়যন্ত্রে নেমেছে। বসিরহাটের খোলাপাতায় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী।
এদিন বসিরহাটের জেলা পরিষদের বিভিন্ন সদস্য, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্লক সভাপতিদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক হিসাবে এদিন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি জানান একদিকে বিজয়া সম্মেলনীর মাধ্যমে যেমন মানুষের কাছে পৌঁছাতে হবে। অন্যদিকে সামনে লোকসভা ভোটের আগে জনসংযোগ আরো বাড়াতে ও কর্মীদের মধ্যে মনোবল বাড়িয়ে মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্য নিয়ে তৃণমূলের সাংগঠনিক জেলার এই মিটিং হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। একুশে নির্বাচনে আপনারা দেখেছেন। তাই ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই গ্রেফতারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলবে। বাংলার প্রতি যে বঞ্চনা যে কেন্দ্র সরকার তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ইবি সিবিআই লাগিয়ে এই নোংরা খেলা বন্ধ হোক।” অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম ও সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ।