Neeraj Chopra Car: নীরজের আছে বিরাটের নেই
অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্স বিজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ১৯৯৭এ হরিয়ানায় জন্ম নীরজের। তিনি অলিম্পিকে এশিয়ার প্রথম সোনা জয়ী অ্যাথলিট। সোনার এই ছেলের মাঠের বাইরের জীবনযাপনও অনেক ক্রীড়া ব্যক্তিত্বের কাছে স্বপ্নের ও ঈর্ষনীয়। তাঁর গাড়ির কালেকশন সমানে সমানে টক্কর দেবে ক্রিকেটার বিরাট কোহলির কালেকশনকে।
অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্স বিজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ১৯৯৭এ হরিয়ানায় জন্ম নীরজের। তিনি অলিম্পিকে এশিয়ার প্রথম সোনা জয়ী অ্যাথলিট। সোনার এই ছেলের মাঠের বাইরের জীবনযাপনও অনেক ক্রীড়া ব্যক্তিত্বের কাছে স্বপ্নের ও ঈর্ষনীয়। তাঁর গাড়ির কালেকশন সমানে সমানে টক্কর দেবে ক্রিকেটার বিরাট কোহলির কালেকশনকে । নীরজের গ্যারাজে আছে ফোর্ড মাসটাং জিটি। বহু মানুষের স্বপ্নের গাড়ি এই মার্কিন কার। সর্বোচ্চ শক্তি ৩৯৬ হর্সপাওয়ার সর্বোচ্চ গতিবাগ ২৮৯ কিমি প্রতি ঘণ্টা। দাম ৭৫ লক্ষ টাকা। নীরজের আছে রেঞ্জ রোভার ভেলার। ব্রিটিশ এই গাড়ির সর্বোচ্চ শক্তি ১৭৯ হর্সপাওয়ার। দাম ৭৮ লক্ষ টাকা। আছে রেঞ্জ রোভার ফোর্ড। ৫ লিটারের টার্বো চার্জড ইঞ্জিন ৫৬৭ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। সর্বোচ্চ বেগ ২৬০ কিমি/ ঘণ্টা। মাত্র ৪.৭ সেকেন্ডে ১০০ কিমি গতিতে ছোটে এই গাড়ি। দাম ২.২০ কোটি টাকা। মহিন্দ্রার XUV700 ও থর আছে নীরজ চোপড়ার। XUV700 র দাম ২৫ লক্ষ টাকা। থরের দাম ১৭ লক্ষ টাকা। নীরজের গ্যারাজে আছে টয়োটা ফরচুনার। ৭ সিটের এই গাড়ির দাম ৫০ লক্ষ টাকা।