Asansole News: চোরকে দিয়ে…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 22, 2023 | 7:51 PM

বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে হয়েছিল লুঠপাট। সেই চুরির ঘটনায় প্রতিবেশীদেরই গ্রেফতার করলো পুলিশ। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকায় দুই অভিযুক্তকে নিয়ে করল ঘটনার পুনর্নির্মাণ। দেখা গেল চুরির ঘটনা সঙ্গে যারা যুক্ত তারাই ওই ব্যক্তির প্রতিবেশী।

বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে হয়েছিল লুঠপাট। সেই চুরির ঘটনায় প্রতিবেশীদেরই গ্রেফতার করলো পুলিশ। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকায় দুই অভিযুক্তকে নিয়ে করল ঘটনার পুনর্নির্মাণ। দেখা গেল চুরির ঘটনা সঙ্গে যারা যুক্ত তারাই ওই ব্যক্তির প্রতিবেশী। চুরির ঘটনা চার মাস দশ দিন আগে। ৬ মে এই ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকার হিজলগড়া গ্রামে। ওই রাতে হিজলগড়ার ধর্মরাজ মন্দির প্রাঙ্গনে চলছিল যাত্রা অনুষ্ঠান। আর সেই যাত্রা দেখতে প্রাক্তন খনি কর্মী নীলকমল ভট্টাচার্যর বাড়ির সব সদস্যরা চলে যান বাড়ির দরজা-জানলা বন্ধ করে।

এরপরই যাত্রার মাঝে রাত্রি এগারোটা নাগাদ নীলকমল বাবুর ছেলে মৃণাল ভট্টাচার্য, বাড়ি এসে দেখেন বাড়ির সদর দরজা ভেতর থেকে লাগানো রয়েছে। পেছন থেকে দরজা খুলে দেখেন দরজার তালা ভেঙে বাড়িতে লুঠপাট হয়েছে। বাড়ির মধ্যে থাকা দুটি লোহার আলমারি ভেঙে তার মধ্যে থাকা বেশ কয়েক ভরি সোনার অলংকার ও বাড়ির মধ্যে থাকা বেশ কিছু নগদ টাকা, চুরি করে নিয়ে যায় চোরের দল।

এই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জামুরিয়ার হিজলগড়া এলাকা থেকেই বছর ২৮ এর শেখ সইম ও বছর ৪৫ এর শেখ বাবলুকে, গ্রেফতার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া প্রায় ১০৫ গ্রাম সোনা উদ্ধার করে। এই ঘটনার পুনর্নির্মাণ করে সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার এস এস কুলদীপ। উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত বন্দোপাধ্যায় জামুরিয়া থানার ওসি রাজশেখর মুখোপাধ্যায়।