Netflix Web Series: সেক্স এডুকেশনের বাড়ি বিক্রি ১৫ কোটিতে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 22, 2023 | 12:59 PM

Chalet House From Netflix: নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'সেক্স এডুকেশন' এর শুটিং হয় ইংল্যান্ডের একটি বাড়িতে। এই বাড়িই এবার বিক্রি হতে চলেছে। ভারতীয় মূল্যে এর দাম প্রায় ১৫ কোটি। ৪.৫২ একর এলাকায় ছড়িয়ে এই বাড়ি। আছে ৫টি বেডরুম, ৩টি রিসেপশন ও ৩টি বাথরুম।

নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্স এডুকেশন’ এর শুটিং হয় ইংল্যান্ডের একটি বাড়িতে। ‘এক্সট্রাঅরডিনারি এসকেপস’ ও এখানেই শুট হয়। সাইমন্ডস ইয়টের এই বাড়ির নাম ‘দ্য শ্যালেট’। বাড়িটি তৈরি হয় ১৯১২ তে। ‘দ্য শ্যালেট’ ছিল স্যামন ফিশিং লজ। বাড়িটির পিছনে হেয়ারফোর্ডশায়ারের ওয়াই নদী। সবুজ ঘন জঙ্গলের পটভূমিতে এই বাড়ি।

বাড়ির দোতলায় থাকতেন ‘সেক্স এডুকেশন’ এর ওটিস ও তার মা জিন মিলবার্ন। জিন মিলবার্ন একজন সেক্স থেরাপিস্ট। এই ওয়েব সিরিজে দেখে বাড়িটি এখন সারা বিশ্বে পরিচিত। এই বাড়িই এবার বিক্রি হতে চলেছে। ভারতীয় মূল্যে এর দাম প্রায় ১৫ কোটি। ৪.৫২ একর এলাকায় ছড়িয়ে এই বাড়ি। আছে ৫টি বেডরুম, ৩টি রিসেপশন ও ৩টি বাথরুম। ব্রিস্টলের নাইট ফ্রাঙ্ক এই বাড়িটি বিক্রির দায়িত্বে। ১৯১২ লন্ডনের আইডিয়াল হোম এক্সিবিশনে বাড়িতে প্রদর্শিত হয়। তিনতলা বিশিষ্ট এই জনপ্রিয় অ্যাপার্টমেন্ট কেনার ধুম লেগেছে। ‘সেক্স এডুকেশন’ এর শুরু ও শেষ হয় বাড়িটির দোতলার জানলায়।