New Covid Virus in China: চিনা গুহায় বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাস
বাদুড়ের দেহে পাওয়া গেছে ২টি নতুন করোনা ভাইরাস। বিজ্ঞানীদের ধারনা বাদুড় বা প্যাঙ্গোলিন থেকে ছড়ায় কোভিড ১৯ করোনা ভাইরাস। ২০২১ এর মার্চ থেকে এপ্রিলের মধ্যে বিজ্ঞানীরা ১১২টি বাদুড়ের দেহ থেকে নমুনা নেন। দক্ষিণ চিনের একটি গুহা থেকে নেওয়া হয় নমুনা। সেই নমুনার ৭টি বাদুড়ের দেহে পাওয়া গেছে এই নতুন ২টি ভাইরাস।
বাদুড়ের দেহে পাওয়া গেছে ২টি নতুন করোনা ভাইরাস। বিজ্ঞানীদের ধারনা বাদুড় বা প্যাঙ্গোলিন থেকে ছড়ায় কোভিড ১৯ করোনা ভাইরাস। ২০২১ এর মার্চ থেকে এপ্রিলের মধ্যে বিজ্ঞানীরা ১১২টি বাদুড়ের দেহ থেকে নমুনা নেন। দক্ষিণ চিনের একটি গুহা থেকে নেওয়া হয় নমুনা। সেই নমুনার ৭টি বাদুড়ের দেহে পাওয়া গেছে এই নতুন ২টি ভাইরাস। করোনা ভাইরাসের মারণ ক্ষমতার মুলে ছিল দুটি বৈশিষ্ট্য। সেই ২টি বৈশিষ্ট্য CD35 ও CD36 । এই নমুনা গুলিতেও আছে সার্স কোভ-২ এর মারণ ক্ষমতা যুক্ত সেই বৈশিষ্ট্য। এমনকি ৫৪% মিলও রয়েছে কোভিড ভাইরাসের সঙ্গে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে কোভিডের থেকেও বড় মহামারি আসতে পারে। তবে কি এই সেই মহামারির উৎস! করোনা ভাইরাসের আক্রমণে স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী। হু রিপোর্ট অনুযায়ী ৭০ লক্ষ মানুষ মারা যান। সংক্রমিত হন ৮০ কোটি মানুষ। আবার চিন, আবার বাদুড়ের থেকে পাওয়া একই মারণ ক্ষমতা যুক্ত বৈশিষ্ট্য। তবে মানবদেহে এদের প্রভাব সম্পর্কে এখনও জানা যায়নি। আবার কি অচল হবে বিশ্ব? সময়ই দেবে এর উত্তর।