Honda Scooter: স্যুটকেস না বাইক?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 24, 2023 | 3:15 PM

ছেলেবেলায় বেড়াতে গিয়ে স্যুটকেসে চেপে বসা, মনে আছে? ট্রলি বা স্যুটকেসের আকারের ই বাইক এল। ভাঁজ করলে হয়ে যাবে একেবারে স্যুটকেসের মত। ছোট্ট এই ইলেকট্রিক স্কুটারের নাম হন্ডা মোটোকম্প্যাক্টো।

ছেলেবেলায় বেড়াতে গিয়ে স্যুটকেসে চেপে বসা, মনে আছে? ট্রলি বা স্যুটকেসের আকারের ই বাইক এল। ভাঁজ করলে হয়ে যাবে একেবারে স্যুটকেসের মত। ছোট্ট এই ইলেকট্রিক স্কুটারের নাম হন্ডা মোটোকম্প্যাক্টো। ১৯৮০ দশকে প্রথম আত্মপ্রকাশ করে এই স্কুটার।

নতুন ভার্সন এনেছে ওহিও ও ক্যালিফোর্নিয়ার ইঞ্জিনিয়াররা। একটি সিট, সাইড স্ট্যান্ড, হ্যান্ডেল বার ও ফুট পেগ আছে এতে। এর ৬.৮ Ah ব্যাটারি চার্জ হয় সাড়ে ৩ ঘন্টায়। একবার পুরোপুরি চার্জে ১৯.৩ কিলোমিটার মাইলেজ দেয়। গতিবেগ ঘন্টায় ২৪ কিলোমিটার। মোটর ৪৯০ ওয়াট। ওজন ১৯ কেজি। আছে ডিজিটাল স্পিডোমিটার,রাইডিং মোড কন্ট্রোল ও দু চাকার লাইটিং। আছে ব্লুটুথ কানেক্টিভিটি। দাম ৯৯৯ ডলার। যানজটে দারুণ কার্যকর এই মোটোকম্প্যাক্টো। দাঁড়িয়ে থাকা ট্র্যাফিকের মধ্যে সাঁ সাঁ করে এগিয়ে যাবেন সঙ্গে থাকলে এই স্কুটি।