BSF Recruitment: মাধ্যমিক পাস করলেই এবার বিএসএফে চাকরি

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

May 16, 2023 | 7:35 PM

কর্মী নিয়োগ হবে হেড কন্সটেবল পদে। আবেদন জানানোর শেষ তারিখ ২১ মে, ২০২৩। কর্মী নিয়োগ করা হবে মোট ২৪৭টি শূন্যপদে । কর্মী নিয়োগ করা হবে ২১৭টি হেড কন্সটেবল পদে এবং ৩০টি হেড কন্সটেবল পদে। আবেদনকারীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in -এ গিয়ে আবেদন করতে পারেন

Follow Us

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ।
কর্মী নিয়োগ করা হবে বিএসএফে। ২৪৭টি শূন্যপদ আছে। সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। হেড কন্সটেবল পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ
২১ মে, ২০২৩। rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটি বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইট। যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির জন্য বয়স সীমাতে ছাড় রয়েছে। এই পদে আবেদন করার জন্য মাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও থাকতে হবে ২ বছরের আইটিআই সার্টিফিকেট। বেতন শুরু হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন দেওয়া হবে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত। জনজাতি, মহিলা, উপজাতি, অবসরপ্রাপ্ত বিএসএফ ও সরকারি কর্মীদের আবেদন ফি দিতে লাগবে না।
জেনারেল,ওবিসি আবেদনকারীদের, আবেদন ফি ১০০ টাকা । এছাড়াও সার্ভিস চার্জ ৪৭ টাকা দিতে হবে।

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ।
কর্মী নিয়োগ করা হবে বিএসএফে। ২৪৭টি শূন্যপদ আছে। সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। হেড কন্সটেবল পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ
২১ মে, ২০২৩। rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটটি বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইট। যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির জন্য বয়স সীমাতে ছাড় রয়েছে। এই পদে আবেদন করার জন্য মাধ্যমিকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও থাকতে হবে ২ বছরের আইটিআই সার্টিফিকেট। বেতন শুরু হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন দেওয়া হবে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত। জনজাতি, মহিলা, উপজাতি, অবসরপ্রাপ্ত বিএসএফ ও সরকারি কর্মীদের আবেদন ফি দিতে লাগবে না।
জেনারেল,ওবিসি আবেদনকারীদের, আবেদন ফি ১০০ টাকা । এছাড়াও সার্ভিস চার্জ ৪৭ টাকা দিতে হবে।

Next Video