Ab Meri Baari: শহরে আসছে ACE Pro, এবার কলকাতাও বলবে ‘অব মেরি বারি’

Ab Meri Baari: পেট্রোল, বায়ো-ফুয়েল (CNG + পেট্রোল) এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্টে উপলব্ধ, একেবারে নতুন ACE Pro কেবলমাত্র একটি ছোট বাণিজ্যিক গাড়ি নয়। এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতীক।

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 17, 2025 | 1:42 PM

ছোট থেকে বড়, ভার‍তের নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের অন্যতম ভরসাযোগ্য মোটরযান প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস। কিছুদিন আগেই তাঁরা লঞ্চ করেছে নতুন মালবাহী গাড়ি TATA ACE Pro। তাঁরই সঙ্গে লঞ্চ করেছিল এক ক্যাম্পেন, ‘অব মেরি বারি’।

পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, আগ্রা ও লখনউ-তে সেই ক্যাম্পেনের সফলভাবে কার্যক্রমের পর, Tata Motors Commercial Vehicles এবং TV9 Network-এর যৌথ অংশীদারিত্বে শুরু হওয়া ACE Pro – ‘অব মেরি বারি’ ক্যাম্পেন এবার আসছে শহর কলকাতায়। বলা ভাল আসছে পূর্ব ভারতের সাংস্কৃতি এবং বাণিজ্যর পীঠস্থানে।

পেট্রোল, বায়ো-ফুয়েল (CNG + পেট্রোল) এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্টে উপলব্ধ, একেবারে নতুন ACE Pro কেবলমাত্র একটি ছোট বাণিজ্যিক গাড়ি নয়। এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতীক। যা তাঁদের স্থিতিশীলতা, সুরক্ষা ও মুনাফার ভাব প্রদান করে। একটা নতুন ব্যবসার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন বিশেষ এই ACE Pro?

১। মাল্টি-ফুয়েল ফ্লেক্সিবিলিটি।

২। উন্নত সুরক্ষা ব্যবস্থা।

৩। অত্যন্ত কম খরচে রক্ষণাবেক্ষণ।

৪। অধিক শক্তিশালী পে-লোড ক্যাপাসিটি।

গড়িয়াহাটের ব্যবসায়ী থেকে সল্টলেকের ডেলিভারি পার্টনার বা নিউ টাউনের উঠতি উদ্যোক্তা, সকলের জন্যই নতুন ACE Pro হতে পারে সফলতার সঠিক সূচনা।

কলকাতা জুড়ে কবে কোথায় চলবে ক্যাম্পেন?

১৮ জুলাই, ২০২৫ – ভিভানতা বাই তাজ, রাসবিহারী অ্যাভিনিউ, ইস্ট কলকাতা টাউনশিপ।

১৯ জুলাই, ২০২৫ – টেস্ট ট্র্যাক: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ক্যানাল ব্যাঙ্ক রোড, ডি.জি. ব্লক (নিউ টাউন)।

থাকবে লাইভ ডেমো, টেস্ট ড্রাইভ, ফাইন্যান্স সাপোর্ট, এবং ভারতের অদম্য উদ্যোক্তা মনোভাবের এক অসাধারণ উদযাপন। কলকাতার এবার বলার সময় এসেছে ‘অব মেরি বারি’।

 

ছোট থেকে বড়, ভার‍তের নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের অন্যতম ভরসাযোগ্য মোটরযান প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস। কিছুদিন আগেই তাঁরা লঞ্চ করেছে নতুন মালবাহী গাড়ি TATA ACE Pro। তাঁরই সঙ্গে লঞ্চ করেছিল এক ক্যাম্পেন, ‘অব মেরি বারি’।

পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, আগ্রা ও লখনউ-তে সেই ক্যাম্পেনের সফলভাবে কার্যক্রমের পর, Tata Motors Commercial Vehicles এবং TV9 Network-এর যৌথ অংশীদারিত্বে শুরু হওয়া ACE Pro – ‘অব মেরি বারি’ ক্যাম্পেন এবার আসছে শহর কলকাতায়। বলা ভাল আসছে পূর্ব ভারতের সাংস্কৃতি এবং বাণিজ্যর পীঠস্থানে।

পেট্রোল, বায়ো-ফুয়েল (CNG + পেট্রোল) এবং ইলেকট্রিক ভ্যারিয়েন্টে উপলব্ধ, একেবারে নতুন ACE Pro কেবলমাত্র একটি ছোট বাণিজ্যিক গাড়ি নয়। এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ক্ষমতায়নের প্রতীক। যা তাঁদের স্থিতিশীলতা, সুরক্ষা ও মুনাফার ভাব প্রদান করে। একটা নতুন ব্যবসার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন বিশেষ এই ACE Pro?

১। মাল্টি-ফুয়েল ফ্লেক্সিবিলিটি।

২। উন্নত সুরক্ষা ব্যবস্থা।

৩। অত্যন্ত কম খরচে রক্ষণাবেক্ষণ।

৪। অধিক শক্তিশালী পে-লোড ক্যাপাসিটি।

গড়িয়াহাটের ব্যবসায়ী থেকে সল্টলেকের ডেলিভারি পার্টনার বা নিউ টাউনের উঠতি উদ্যোক্তা, সকলের জন্যই নতুন ACE Pro হতে পারে সফলতার সঠিক সূচনা।

কলকাতা জুড়ে কবে কোথায় চলবে ক্যাম্পেন?

১৮ জুলাই, ২০২৫ – ভিভানতা বাই তাজ, রাসবিহারী অ্যাভিনিউ, ইস্ট কলকাতা টাউনশিপ।

১৯ জুলাই, ২০২৫ – টেস্ট ট্র্যাক: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, ক্যানাল ব্যাঙ্ক রোড, ডি.জি. ব্লক (নিউ টাউন)।

থাকবে লাইভ ডেমো, টেস্ট ড্রাইভ, ফাইন্যান্স সাপোর্ট, এবং ভারতের অদম্য উদ্যোক্তা মনোভাবের এক অসাধারণ উদযাপন। কলকাতার এবার বলার সময় এসেছে ‘অব মেরি বারি’।