New Voter Id Number: আসছে নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর, একগুচ্ছ নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের!

Mar 19, 2025 | 5:55 PM

Election Commission: একাধিক নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এবার তৈরি হবে জাতীয় এপিক নম্বর। একই সঙ্গে ইলেক্টোরাল রোল থেকে বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর।

বারবার খবরের শিরোনামে আসছে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের খবর। এবার সেই বিষয়ে একাধিক নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে এবার তৈরি হতে চলেছে জাতীয় এপিক নম্বর। এর ফলে নাকি এমন গোলমাল আর হবে না। কমিশন আরও জানিয়েছে এর সঙ্গে ইলেক্টোরাল রোল থেকে নাকি বাদ পড়ে যাবে ডুপ্লিকেট এপিক নম্বরও।

Published on: Mar 07, 2025 09:09 PM