‘ভোর ৪টেয় এসেছি…’, নতুন বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যে ছবি দেখা গেল….

|

Jan 01, 2026 | 3:16 PM

Dakshineshwar Temple: আজ ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিন। এই দিনে বর্ষবরণের পাশাপাশি ধুমধাম করে পালন করা হয় কল্পতরু উৎসব। বলা হয়, এই দিনে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হন। কল্পতরু উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। দক্ষিণেশ্বর মন্দিরেও বহু মানুষ আসেন পুজো দিতে।

আজ ১ জানুয়ারি। নতুন বছরের প্রথম দিন। এই দিনে বর্ষবরণের পাশাপাশি ধুমধাম করে পালন করা হয় কল্পতরু উৎসব। বলা হয়, এই দিনে শ্রীরামকৃষ্ণ কল্পতরু হন। কল্পতরু উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়। দক্ষিণেশ্বর মন্দিরেও বহু মানুষ আসেন পুজো দিতে। আজ সকাল থেকে উপচে পড়া ভিড় মন্দিরে। এক ভক্ত বলেন, “ভোর সাড়ে চারটে থেকে লাইন দিয়েছি। প্রতি বছর আমি এই দিনে আসি।”