New Year and Salary: নতুন বছরেই কি খারাপ খবর! কেন কমে যাবে আপনার স্যালারি?
Labour Code: ফলে কমে যাবে আপনার হাতে আসা টাকার পরিমাণ। তবে হ্যায়, দিনের শেষে কিন্তু আপনি ক্ষতির মুখে পড়বেন, এমন নয়। এর ফলে আসলে বাড়তি টাকা জমা পড়বে আপনার প্রভিডেন্ট ফান্ডে। আর সেই ফান্ড আপনার কাজে আসবে আপনার অবসরের পর।
অনেক সংস্থাই এতদিন তাদের কর্মীদের বেসিক পে ছিল ২৫ শতাংশের আশেপাশে। আর এবার নতুন শ্রম আইনের অধীনে সেই বেসিক পা বেড়ে হবে ৫০ শতাংশ। ফলে, কমে যাবে অন্যান্য ভাতা ও বোনাস। আর শুধুমাত্র সেই কারণে আপনার কস্ট টু কোম্পানি বা সিটিসি একটুও বাড়বে না। ফলে কমে যাবে আপনার হাতে আসা টাকার পরিমাণ। তবে হ্যায়, দিনের শেষে কিন্তু আপনি ক্ষতির মুখে পড়বেন, এমন নয়। এর ফলে আসলে বাড়তি টাকা জমা পড়বে আপনার প্রভিডেন্ট ফান্ডে। আর সেই ফান্ড আপনার কাজে আসবে আপনার অবসরের পর।
Published on: Dec 12, 2025 01:40 PM