Kanchan Mullick and Sreemoyee Chattaraj: গসিপই কি তবে হয়ে গেল সত্যি? তাঁরা কী বলছেন?
বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে টলিপাড়ার আলোচনার শেষ নেই। হঠাৎ করেই রটেছে, তাঁরা বিয়ে করতে চলেছেন। এ নিয়ে দু'জনকে প্রশ্ন করতেই তাঁরা খাপ্পা। শ্রীময়ীর উত্তর, "এবার রটবে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলাম, তাই বিয়ে করে নিচ্ছি।" ও দিকে কাঞ্চন জানালেন, ২৪-এর ভোট নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত।
অযোধ্যায় অমিতাভের জমি
অযোধ্য়ায় তৈরি হচ্ছে রামমন্দির। আসন্ন ২২ জানুয়ারি উদ্বোধন। সেখানেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন। যে জমি তিনি কিনেছেন, তার দাম ১৪.৫ কোটি টাকা। তাতে এক বাংলোও তৈরি হবে। তা হলে অমিতাভ কি মুম্বই ছেড়ে চলে যাবেন? তা অবশ্য জানা যায়নি।
নস্ট্যালজিক আমির
মেয়ে ইরা খানের রিসেপশন পার্টিতে খোশ মেজাজে ধরা দিলেন আমির খান। ডান্স ফ্লোরে সকলকে নিয়ে তিনি হাজির। নেচে উঠলেন ‘রং দে বসন্তী’র ‘লুজ় কন্ট্রোল’ গানে। এরপরই ডিজে যেই বাজিয়ে উঠলেন ‘পাপা কহতে হ্যায়’, মুহূর্তে ছুটে গেলেন তিনি। জড়িয়ে ধরে আবেগঘন আমির। মুহূর্তে ভিডিয়ো ভাইরাল।
রামমন্দির প্রসঙ্গে জ্যাকি
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। সেই উপলক্ষেই নিমন্ত্রণ পত্র পৌঁছে যাচ্ছে সেলেবদের দরজায়-দরজায়। যদিও নানা জনের নানা মত এই কদিনে উঠে এসেছে চর্চায়। এবার মুখ খুললেন জ্যাকি শ্রফ। বললেন, “একটা মন্দির তৈরি হচ্ছে, তাতে সমস্যা কোথায়? নিজের পরিবার ধর্মকে সম্মান করতে হবে, মানুষকে মানুষ বলে জ্ঞান করলেই হবে। সকলের মতো আমিও ভীষণ উৎসাহী।”
রিয়ার জেল অভিজ্ঞতা
প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবন পাল্টে যায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। তিনিই নাকি মাদক দিতেন সুশান্তকে। তাঁকে আটক করে এনসিবি অর্থাৎ নার্কোটিকস কন্ট্রোল ব্য়ুরো। একমাসেরও বেশি সময় জেলে ছিলেন রিয়া। বলেছেন, “মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়েও ছিল বেশি। নোংরা টয়লেট এবং ক্যাপসিকাম-জল-রুটি খেয়ে থেকেছি জেলে।”
‘ফাইটার’ বিপত্তি
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ফাইটার’ মুক্তির পথে। তার আগেই নয়া জল্পনা, পরিচালক সিদ্ধার্থ আনন্দ আনফলো করেছেন দীপিকাকে। নেটিজ়েনদের আশঙ্কা, তবে অন্দরমহলের সমীকরণ হয়তো ঠিক নেই। ছবির প্রচার থেকে সরছেন দীপিকা? চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।
বিয়ে করছেন কাঞ্চন-শ্রীময়ী?
বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে টলিপাড়ার আলোচনার শেষ নেই। হঠাৎ করেই রটেছে, তাঁরা বিয়ে করতে চলেছেন। এ নিয়ে দু’জনকে প্রশ্ন করতেই তাঁরা খাপ্পা। শ্রীময়ীর উত্তর, “এবার রটবে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলাম, তাই বিয়ে করে নিচ্ছি।” ও দিকে কাঞ্চন জানালেন, ২৪-এর ভোট নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত।
জিতের ছেলের নাম
মাস খানেক আগে জন্ম হয় সুপারস্টার জিতের ফুটফুটে ছেলের। মকর সংক্রান্তির দিন ছেলের নামকরণ হয়েছে। জিতের ছেলের নাম রোনাভ। ছবি শেয়ার করেছেন সুপারস্টার। তাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন জিতের অনুরাগীরা।
হাসপাতালে পরীমণি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। শুধু তিনি নয়, তাঁর একরত্তি সন্তান রাজ্য-সহ বাড়ির পাঁচ জন সদস্যই এখন হাসপাতালে। পরীমণি জানিয়েছেন, ফল সঠিক ভাবে না ধুয়ে খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার। একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তাঁর সতর্কবাণী, “শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন।”
সব্যসাচীর সুখবর
প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তিনি ঠিক করেছিলেন আর ফেসবুকে কিছু লিখবেন না। সেই সিদ্ধান্তে অটল থাকলেও লেখা তিনি থামাননি। এই বইমেলাতেই বের হতে চলেছে তাঁর তৃতীয় বই ‘পরাশরের ডায়েরি’। একজন সাদাসিধে চাকুরিজীবী মানুষ, দুর্ঘটনায় যাঁর জীবন ওলটপালট হয়ে যায়… তারপর কী হয়, তা নিয়েই এই বই। পাঠকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।