অভিনেত্রী নিয়া শর্মার প্যান্টি বিভ্রাট, নায়িকার কাছে ওটাই ‘স্টাইল’
রবিবার রাত বাড়তেই এক জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী নিয়া শর্মা। কালো রঙের ভেস্ট কোট পরেছিলেন নায়িকা। স্মোকি আই, ন্যুড লিপস--এত অবধি সব ঠিকই ছিল। তবে বাধ সাধল তাঁর নীচের পোশাকটি। প্যান্ট খুলে যাচ্ছে... দৃশ্যমান তাঁর প্যান্টি! যা দেখে চক্ষু চড়কগাছে সাধারণের।
ফ্রি-তে একবারেই নয়!
এ যুগে কোনও কিছুই বিনামূল্যে মেলে না। দিতে হয় টাকা! ভক্তকে সেই বার্তাই দিয়ে দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এক ভক্ত। রাজিও হলেন অঙ্কুশ। তবে শর্তও দিয়ে দিলেন একটি। পরিষ্কার বলে দিলেন, ‘৫০০ টাকা করে নিই কিন্তু।’
চোট পেলেন অজয় দেবগন
বর্তমানে ‘সিংঘম এগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন অজয় দেবগন। সেই সিনেমার সেটেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। রোহিত শেট্টি এবং তার দল ভিলে পার্লেতে শুটিং করছিলেন। আর শুট চলাকালীনই চোট পেলেন অজয়। একটি মারামারির দৃশ্যের শুটিং করার সময় মুখে আঘাত লাগে অজয় দেবগনের। আঘাত লাগে চোখেও। তবে এখন ভাল আছেন তিনি।
বিস্ফোরক স্বীকারোক্তি অঙ্কিতার
‘ঝলক দিখলা যা’তে সুশান্ত সিং রাজপুতের পার্টনার হিসেবে দেখা যায়নি তৎকালীন প্রেমিকা অঙ্কিতা লোখন্ডকে। বরং দেখা গিয়েছিল কোরিওগ্রাফার শম্পা গোপিকৃষ্ণাকে। তাঁকে নিয়েই ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হিয়ে গিয়েছিল অঙ্কিতার হৃদয়। এত বছর পর তিনি বলেন, “একদিন দেখি নাচতে-নাচতে শম্পা ওর কোলে বসে গেল। আমি ভীষণ পজেসিভ ছিলাম। ওর উপর চিৎকার করতে থাকি। এখন যদিও আমি বদলে গিয়েছি।”
নায়িকার পোশাক বিভ্রাট
রবিবার রাত বাড়তেই এক জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী নিয়া শর্মা। কালো রঙের ভেস্ট কোট পরেছিলেন নায়িকা। স্মোকি আই, ন্যুড লিপস–এত অবধি সব ঠিকই ছিল। তবে বাধ সাধল তাঁর নীচের পোশাকটি। প্যান্ট খুলে যাচ্ছে… দৃশ্যমান তাঁর প্যান্টি! যা দেখে চক্ষু চড়কগাছে সাধারণের। তবে নিয়া কিন্তু উত্তাপহীন। তাঁর কাছে ওটাই ‘স্টাইল’।
তৃপ্তির জায়গায় সারা?
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তি দিমরির জায়গায় অভিনয় করার কথা ছিল সারা আলি খানের। কিন্তু তাঁকে নেওয়া হয়নি। অডিশনে নাকি তাঁর পারফরম্যান্সে মন ভরেনি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার। অন্যদিকে তৃপ্তিকে দারুণ ভাল লেগেছিল। তিনি এবং গোটা ইউনিট হাততালি দিয়েছিল। তৃপ্তি এবং রণবীর কাপুরের একটি নগ্ন দৃশ্য আছে ছবিতে। সেই দৃশ্য ফাঁস হয়েছে নেটমহলে।
সিনেমার অফার
মাত্র ৪ দিন বয়সে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনী চক্রবর্তী পেয়ে গিয়েছে ছবির অফার। দিয়েছেন মায়ের বন্ধু অঙ্কুশ হাজরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে। এক ভক্ত ইয়ালিনী সম্পর্কে অঙ্কুশকে কিছু বলার জন্য অনুরোধ করেন। অঙ্কুশের সোজাসাপটা উত্তর, “আমার ফিউচার হিরোইন।”
অরিজিৎ সিংয়ের লাইভ পারফরম্যান্স
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হতে চলেছে আগামিকাল, ৫ই ডিসেম্বর–নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সঙ্গীত গেয়েছেন অরিজিৎ সিং। আপাতত যা খবর তাতে, তাঁরও আসার সম্ভবনা রয়েছে। তিনি এলে অবশ্যই থিম সং স্টেজে লাইভ গাইতে পারেন।
ট্রোলের সপাট জবাব সৌরভের
অভিনেত্রী দর্শনা বণিককে বিয়ে করবেন সৌরভ দাস। দর্শনার এক ভক্ত লিখেছিলেন, সৌরভ অত্যন্ত ফালতু ছেলে, তাঁকে যেন দর্শনা কিছুতেই বিয়ে না করেন। সৌরভকে দর্শনার সঙ্গে মানায় না, এমন কথাও লিখেছিলেন সেই অনুরাগী। তাতে সৌরভ বলেছেন, “এখনও পর্যন্ত দর্শনার আমাকে ফালতু লাগেনি বলেই বিয়েটা হচ্ছে আমাদের। যদি লাগে, তা হলে সেই অনুরাগীকে টেক্সট করে বলে দেবে, ‘ঠিকই বলেছিলে ভাই’!”
এখন কেমন আছে অদিতির গলা?
কিছুদিন আগে গলা থেকে স্বর বেরোচ্ছিল না অদিতি মুন্সির। এখন অনেকটাই ভাল আছেন তিনি। TV9 বাংলাকে অদিতি বলেছেন, “আমি সারাক্ষণই মাস্ক ব্যবহার করছি। ওষুধপত্র খাচ্ছি নিয়মিত। যতটা সম্ভব কথা কম বলছি। তবে মুখে মাস্ক পরাটাই আসল বিষয়। এছাড়াও সকালে যষ্টিমধু, কাবাবচিনি খাচ্ছি খালি পেটে।”