Priyanka chopra: মাত্র ৭ বছর বয়স থেকেই প্রিয়াঙ্কার বর নিক নাকি এই করতেন! ভাবতেই পারছেন না অনেকে
এমনকী, তাঁদের সম্পর্ক বেশিদিন থাকবে না বলেও অনুমান করে নিয়েছিলেন একশ্রেণি। এর মধ্যে একটা বড় কারণ ছিল নিকের থেকে প্রিয়াঙ্কা ঠিক ১০ বছরের বড়। তবে কটাক্ষকে কখনই গুরুত্ব দিতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। তিনি বরং নিজের স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন। তবে জানেন কি নিকের বয়স যখন সাত, তখনই নাকি প্রিয়াঙ্কাকে ভাল লাগত তাঁর। টিভির পর্দায় প্রিয়াঙ্কাকে একবার দেখছিলেন আর তারপরই মনের ভিতর শুরু গুঞ্জন।
নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া, বিনোদন জগতের দুই অন্যতম স্টার। নিউইয়র্কের গায়ক নিক প্রিয়াঙ্কার সঙ্গে সংসার পেতেছেন বেশ কয়েকবছর হল। এখন তাঁদের সন্তানও রয়েছেন। তবে যে সময় এই জুটি ঘর বেঁধেছিলেন, সেই সময় কটাক্ষ কম হয়নি। এমনকী, তাঁদের সম্পর্ক বেশিদিন থাকবে না বলেও অনুমান করে নিয়েছিলেন একশ্রেণি। এর মধ্যে একটা বড় কারণ ছিল নিকের থেকে প্রিয়াঙ্কা ঠিক ১০ বছরের বড়। তবে কটাক্ষকে কখনই গুরুত্ব দিতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। তিনি বরং নিজের স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করছেন। তবে জানেন কি নিকের বয়স যখন সাত, তখনই নাকি প্রিয়াঙ্কাকে ভাল লাগত তাঁর। টিভির পর্দায় প্রিয়াঙ্কাকে একবার দেখছিলেন আর তারপরই মনের ভিতর শুরু গুঞ্জন।
Published on: Nov 19, 2025 11:18 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

