Nikhil Meswani: মুকেশ আম্বানিও এত বেতন পান না

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 23, 2023 | 6:18 PM

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সর্বাধিক বেতন কার? জানেন কি? নিশ্চয়ই ভাবছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কথা। না কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানির নয়। মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কর্মী। ভাবছেন গল্প? না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই কর্মীর বেতন মুকেশ আম্বানির চেয়েও বেশি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সর্বাধিক বেতন কার? জানেন কি? নিশ্চয়ই ভাবছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কথা। না কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানির নয়। মুকেশ আম্বানির থেকেও বেশি বেতন পান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কর্মী। ভাবছেন গল্প? না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই কর্মীর বেতন মুকেশ আম্বানির চেয়েও বেশি। এই সংস্থায় বর্তমানে কর্মী সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার। তাদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিখিল মেসওয়ানির বেতন বার্ষিক ২৪ কোটি টাকা।

মুকেশ আম্বানির চেয়ে প্রায় দেড়গুণ বেশি এই অঙ্ক। মুকেশ আম্বানি পান বছরে ১৫ কোটি টাকা। গত তিন বছর বিনা বেতনে কাজ করছেন মুকেশ আম্বানি। আগামী পাঁচ বছরেও বিনা বেতনে কাজ করবেন তিনি। কে এই নিখিল মেসোয়ানি? তিনি মুকেশ আম্বানির ভাগ্নে। রিলায়েন্স ইন্ডিয়া পেট্রো কেমিক্যাল এর ব্যবসার দায়িত্বে আছেন নিখিল মেসওয়ানি। এছাড়া মুকেশ আম্বানির আইপিএল ক্রিকেট টিম মুম্বাই ইন্ডিয়ান্স এরও পদস্থ কর্তা নিখিল।