Nipah Virus: আতঙ্ক বাড়াচ্ছে নিপা, বাংলায় প্রতিনিধি দল
Nipah Virus: ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা। পরিস্থিতি দেখতে দিল্লি থেকে বাংলায় প্রতিনিধি দল। প্রায় শতাধিক মানুষের সংস্পর্শে এসেছিলেন এই দুই নার্স, সূত্রের খবর এমনটাই। কিন্তু কীভাবে ছড়ায় এই ভাইরাস? ভাইরাসের হাত থেকে বাঁচতেই বা কী সতর্কতা অবলম্বন করবেন?
কলকাতা: বাংলায় এবার নিপা ভাইরাসের চোখরাঙানি। আক্রান্ত বারাসতের একটি বেসরকারি হাসপাতালের দু’জন নার্স। ১১ জানুয়ারি কল্যাণীর এইমসে ভাইরাস রিসার্ট অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবে এই দু’জনের দেহে নিপা ভাইরাসের নমুনা মেলে। নিশ্চিত হতে পুণেতে নমুনা পাঠানো হয়েছে। সংক্রমিত দুজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা। পরিস্থিতি দেখতে দিল্লি থেকে বাংলায় প্রতিনিধি দল। প্রায় শতাধিক মানুষের সংস্পর্শে এসেছিলেন এই দুই নার্স, সূত্রের খবর এমনটাই। কিন্তু কীভাবে ছড়ায় এই ভাইরাস? ভাইরাসের হাত থেকে বাঁচতেই বা কী সতর্কতা অবলম্বন করবেন?
