AC Servicing Tips: কোনও মেকানিক লাগবে না, এবার এসি সার্ভিসিং করুন নিজেই

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 13, 2023 | 6:01 PM

আপনাকে প্রথমেই AC বন্ধ করতে হবে। তারপর সকেট থেকে প্লাগটিকে বাইরে বের করতে হবে। এরপর আপনাকে এয়ার কন্ডিশনারটি খুলতে হবে। প্রথমে স্প্লিট এসির সাইডের লকটি খুলে ইনডোর ইউনিটটি খুলতে হবে

Follow Us

আপনি নিজেই পুরনো AC বাড়িতে সার্ভিসিং করতে পারেন। তার জন্য মেক্যানিককেও ডাকার প্রয়োজন হবে না। একগাদা টাকাও খরচ হবে না। কীভাবে নিজেই AC সার্ভিসিং করবেন? আপনাকে প্রথমেই AC বন্ধ করতে হবে। তারপর সকেট থেকে প্লাগটিকে বাইরে বের করতে হবে। এরপর আপনাকে এয়ার কন্ডিশনারটি খুলতে হবে। প্রথমে স্প্লিট এসির সাইডের লকটি খুলে ইনডোর ইউনিটটি খুলতে হবে। খোলার পর দুটি ফিল্টার দেখতে পাবেন,যা আপনাকে বের করতে হবে। এবার আপনাকে AC-র ফিল্টার এবং কুলিং কয়েল পরিষ্কার করতে হবে। সাবান জল দিয়ে ভাল করে ফিল্টার ধুয়ে নিতে পারেন। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। মাথায় রাখবেন, Split AC-র কয়েলে ময়লা জমলে ঘর ঠান্ডা কমে যাবে। তাই, টুথব্রাশ দিয়ে স্প্লিট এসির কয়েল পরিষ্কার করতে হবে। তারপর জলে ধুয়েও এবং শুকিয়েও নিতে হবে। এবার AC-র ফিল্টার এবং কয়েল তাদের যথাযথ জায়গায় সেট করে নিন। ফিল্টার এবং কয়েল বসানো হয়ে গেলেই এসির ফ্ল্যাপ বন্ধ করে দিন।

আপনি নিজেই পুরনো AC বাড়িতে সার্ভিসিং করতে পারেন। তার জন্য মেক্যানিককেও ডাকার প্রয়োজন হবে না। একগাদা টাকাও খরচ হবে না। কীভাবে নিজেই AC সার্ভিসিং করবেন? আপনাকে প্রথমেই AC বন্ধ করতে হবে। তারপর সকেট থেকে প্লাগটিকে বাইরে বের করতে হবে। এরপর আপনাকে এয়ার কন্ডিশনারটি খুলতে হবে। প্রথমে স্প্লিট এসির সাইডের লকটি খুলে ইনডোর ইউনিটটি খুলতে হবে। খোলার পর দুটি ফিল্টার দেখতে পাবেন,যা আপনাকে বের করতে হবে। এবার আপনাকে AC-র ফিল্টার এবং কুলিং কয়েল পরিষ্কার করতে হবে। সাবান জল দিয়ে ভাল করে ফিল্টার ধুয়ে নিতে পারেন। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। মাথায় রাখবেন, Split AC-র কয়েলে ময়লা জমলে ঘর ঠান্ডা কমে যাবে। তাই, টুথব্রাশ দিয়ে স্প্লিট এসির কয়েল পরিষ্কার করতে হবে। তারপর জলে ধুয়েও এবং শুকিয়েও নিতে হবে। এবার AC-র ফিল্টার এবং কয়েল তাদের যথাযথ জায়গায় সেট করে নিন। ফিল্টার এবং কয়েল বসানো হয়ে গেলেই এসির ফ্ল্যাপ বন্ধ করে দিন।

Next Video