Nora Fatehi Gossip: ‘দাঁড়াও সব খুলব’- নোরা ফতেহি

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 19, 2023 | 2:22 PM

বিস্ফোরক জনপ্রিয় বলিউডি অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খোলেন। এক সময়ে তাঁকে নিয়ে হাসাহাসি হত। এখন তিনিই গেম চেঞ্জার। নোরা বলছেন তিনি তাঁর কৃতিত্বের জন্য গর্বিত।

বিস্ফোরক জনপ্রিয় বলিউডি অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খোলেন। এক সময়ে তাঁকে নিয়ে হাসাহাসি হত। এখন তিনিই গেম চেঞ্জার। নোরা বলছেন তিনি তাঁর কৃতিত্বের জন্য গর্বিত। তবে অনেকের মতে নোরা আরও বড় কাজ পাবার যোগ্য ছিলেন। নোরা বলেন অতীতে তাঁকে বিখ্যাতদের সঙ্গে ডেট করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হয়। এমনকি অভিনেতাদের নাম ও ডেটের দিনক্ষণও নির্ধারণ করে দেওয়া হয়। নোরা উপেক্ষা করেন সেসব অফার। নিজেই নিজেকে সাফল্যের তুঙ্গে নিয়ে গেছেন নিজের শর্তে। তৈরি করেছেন নিজের নিয়ম। সম্প্রতি কনম্যান সুকেশ চন্দ্রশেখর কেসে নাম আসে নোরার। সুকেশ নাকি দাবি করেন নোরা তাঁকে জ্যাকলিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্ররোচিত করতেন। সুকেশ নোরাকে দামি গাড়ি উপহার দেন বলেও দাবি করেন। নোরা যদিও এসব দাবি উড়িয়ে অভিযোগ ভিত্তিহীন বলে জানান। অকারণে তাঁকে টেনা আনা হচ্ছে মামলায় বলেন নোরা।