Bagda Ration Scam: রেশন ডিলারের ছেলেকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 14, 2023 | 6:03 PM

উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলার, তাঁর কর্মচারী আজ সকালে মোশিয়ার মন্ডলকে চাল এবং আটা মিলিয়ে ১৯ কেজি ৭০০ দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৫ কিলো।

রেশনের চাল এবং আটা কম দেওয়ায় ডিলারের ছেলেকে আটকে রেখে ক্ষোভ জানালো গ্রামের বাসিন্দারা ।উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুরের রেশন ডিলার নিবেদিতা সাধুর কর্মচারী আজ সকালে মোশিয়ার মন্ডলকে চাল এবং আটা মিলিয়ে ১৯ কেজি ৭০০ যাওয়ার কথা ছিল । কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৫ কিলো । পরবর্তীতে গ্রামের বাসিন্দারা এসে তাদের কাছে জানতে চাইলে আরো পাঁচ কিলো আটা ও চাল দিয়ে দেওয়া হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামের বাসিন্দারা । তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রেশন ডিলার রেশনের চাল এবং আটা কম দিয়ে আসছে । দীর্ঘক্ষণ আটকে রাখা হয় ডিলারের ছেলে শান্তনু সাধু ও কর্মচারী শংকর কর্মকারকে ।

এলাকার মানুষের দাবি সাধারণ মানুষের রেশনের চাল চুরি করে খাচ্ছে এই ডিলার। তার শাস্তি হোক ।যদিও রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু ভুল স্বীকার করে জানিয়েছেন ভুল হয়েছে । অন্যদিকে কর্মচারী শংকর কর্মকার জানিয়েছেন ডিলার তাকে কম দিতে বলেছে ।