Don 3: রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারা নন, তবে কে?
'ডন ৩'তে শাহরুখ খান নন, থাকছেন রণবীর সিং—এ খবর সকলের জানা। কিন্তু তাঁর বিপরীতে কে? এ প্রশ্নই এতদিন চলছিল সবার মুখে-মুখে। উঠে আসছিল কিয়ারা আডবাণীর নাম। তবে সূত্র বলছে, কিয়ারা নন—দেখা যেতে পারে কৃতি শ্যাননকে।
এগিয়ে কৃতি শ্যানন
‘ডন ৩’তে শাহরুখ খান নন, থাকছেন রণবীর সিং—এ খবর সকলের জানা। কিন্তু তাঁর বিপরীতে কে? এ প্রশ্নই এতদিন চলছিল সবার মুখে-মুখে। উঠে আসছিল কিয়ারা আডবাণীর নাম। তবে সূত্র বলছে, কিয়ারা নন—দেখা যেতে পারে কৃতি শ্যাননকে।
বিরতিতে প্রভাস
অভিনয় থেকে খানিক বিরতিতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। হাঁটুতে হবে অস্ত্রপচার। সম্প্রতি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাই প্রভাস সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিন বিশ্রামে থাকবেন। তারপর সেটে ফিরে অ্যাকশন দৃশ্যের শুট শেষ করবেন বলেই খবর।
সমস্যায় আলিয়া?
সেলেবদের কাছে যোগা (Yoga) থেকে শুরু করে জিম, নিত্যদিনের রুটিনের এক অন্যতম অংশ। কিন্তু আলিয়া ভাটের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা দিয়েছে। সম্প্রতি বলিউডের রানি জানান, রাহার জন্মের পর তিনি ঘুম থেকে উঠে আর শরীরচর্চা করেন না। সেই সময়টা রাহার সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি।
ঐশ্বর্যের প্রশংসায় অভিষেক
অভিষেক বচ্চন যখন মেজাজ হারিয়ে বাড়ি ফেরেন, তখন একমাত্র ঐশ্বর্য রাই বচ্চনই তাঁকে শান্ত করতে পারেন। সম্প্রতি এমনই খবর ফাঁস করলেন অভিনেতা। অভিষেক বলেন, ”ঐশ্বর্য একটাই কথা বলে থাকে, তোমার কীসের সমস্যা? তোমার পরিবার তোমার সঙ্গে রয়েছে, সুস্থ রয়েছে। মাথা ঘামানোর অন্য অনেক বিষয় রয়েছে, তা নিয়ে ভাবো। ব্যস, এতেই আমি শান্ত।”
২৫-এ মৃত্যু অভিনেতার
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও এক খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেল আরও এক তরতাজা প্রাণ। প্রয়াত হলেন হিন্দি ও তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় নাম পবন। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। শনিবার ভোরবেলায় মৃত্যু হয়েছে তাঁর। কর্ণাটকের মান্ড্য জেলার মানুষ ছিলেন পবন।
মধুবনীর কামব্যক
টানা চার বছর পর পর্দায় ফিরলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। ছেলে হওয়ার পর ব্লগ নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তবে এবার তাঁর সন্তান কেশব কিছুটা বড় হতেই ধারাবাহিকে ফিরলেন তিনি।
শেষ হচ্ছে ‘পঞ্চমী’?
স্টার জলসায় ২৮ অগাস্ট শুরু হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত এই নতুন সিরিয়াল ‘লভ বিয়ে আজকাল’। তবে ‘পঞ্চমী’ ধারাবাহিকের স্লটেই শুরু হচ্ছে এই ধারাবাহিক। তার জেরেই চর্চা তুঙ্গে, তবে কি ‘পঞ্চমী’ শেষ হয়ে যাচ্ছে ২৭ অগস্ট? অন্দরমহলে তেমনি গুঞ্জণ তুঙ্গে।
ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ
ফের একবার সামাজিক মাধ্যমে বোমা ফাটালেন অঙ্কুশ হাজরা। নাম না করেই তাঁর একদা সহ-প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিলেন। তাঁর বিরুদ্ধে কথার খেলাপের অভিযোগ এনে অঙ্কুশের সাফ বক্তব্য, “কারও স্বপ্ন নিয়ে সে যদি ছেলেখেলা করে, আমি কড়া পদক্ষেপ করব।”
দুর্ঘটনার মুখে ‘মদ্যপ’ নোবেল
দুর্ঘটনার কবলে বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই দেশে কালিয়া জেলার, বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছিলেন তিনি। আচমকাই পড়ে যান তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।