শুধু সিনেমা না, নেটফ্লিক্স খাওয়াবে খাবারও!
নেটফ্লিক্স এবার খুলতে চলেছে নিজস্ব রেস্তোরাঁ। রেস্তোরাঁর নাম ‘Netflix Bites’। এই রেস্তোরাঁয় পাওয়া যাবে নেটফ্লিক্সের ফুড শোয়ের দারুণ সব খাবার।
নেটফ্লিক্স এবার খুলতে চলেছে নিজস্ব রেস্তোরাঁ। রেস্তোরাঁর নাম ‘Netflix Bites’। এই রেস্তোরাঁয় পাওয়া যাবে নেটফ্লিক্সের ফুড শোয়ের দারুণ সব খাবার। আগামী ৩০ জুন নেটফ্লিক্স এই রেস্তোরাঁ খুলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে। ৩০ জুন খোলা থাকবে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। শনি এবং রবিবার রেস্তোরাঁ খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। দর্শকদের নেটফ্লিক্সে বেশ কিছু কুকিং শো খুব পছন্দের। সেই জনপ্রিয় কুকিং শোগুলি হল ‘Iron Chef’,’Drink Masters’ইত্যাদি। সেই কুকিং শোগুলির খাবার, এবারে খাওয়ার সুযোগ পাবেন নেটফ্লিক্সের দর্শকেরা। রেস্তোরাঁ লাল রঙের ‘N’ লোগো দিয়ে সাজানো হয়েছে। এই রেস্তোরাঁয় সব খাবারের সঙ্গে মিল পাবেন নেটফ্লিক্সের কোনও না কোনও সিরিজের।
এশিয়া, আমেরিকার স্ট্রিট ফুড নিয়ে নেটফ্লিক্সে আছে তথ্যচিত্র। অনলাইনে রিজার্ভেশন করতে পারবেন ‘Netflix Bites’-এ । টেবিল বুক করতে লগইন করতে হবে Resy.com-এ। বুকিংয়ের জন্য ডিপোজিট করতে ২,০৪৭.৭৯ টাকা লাগবে।