Bank Holidays News: প্রত্যেক শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক!

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 18, 2023 | 8:42 AM

Bank Holidays: ব্যাঙ্কের কর্মীদের মুখে হাসি ফোটার মতো খবর। এবার থেকে তাঁদের সাপ্তাহিক ছুটি বেড়ে ২ দিন করে হতে চলেছে।

ব্যাঙ্কের কর্মীদের মুখে হাসি ফোটার মতো খবর। এবার থেকে তাঁদের সাপ্তাহিক ছুটি বেড়ে ২ দিন করে হতে চলেছে। বহুদিন ধরেই ব্যাঙ্ক ইউনিয়ন দাবি তুলেছিল সাপ্তাহিক কর্মদিবস পাঁচদিন করা হোক। সেই দাবি মেনেই ভারতীয় ব্যাঙ্ক সংগঠন সপ্তাহে ৫ দিন কর্মদিবস ও দু’দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মদিবসের সংখ্যা কমিয়ে আনলে প্রতিদিন কাজের সময় ৫০ মিনিট করে বাড়ানো হতে পারে। আইবিএ এবং ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক এম্প্লয়িজের মধ্যে এই নিয়ম চালু করা নিয়ে আলোচনা চলছে। এই অ্যাসোসিয়েশন ৫ দিন কাজের বিষয়ে সম্মত হয়েছে। বর্তমানে ব্যাঙ্ক কর্মীরা প্রতি সপ্তাহের রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্ক কর্মীদের। কর্মীদের প্রতিদিন সকাল ৯.৪৫ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত ৪০ মিনিট বেশি কাজ করতে হবে।

Published on: Mar 04, 2023 08:38 AM