Basirhat Dog-Cat Smuggle: সীমান্তে বিদেশি কুকুর ও বিদেশি বিড়াল উদ্ধার, পাচারকারী পলাতক

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 31, 2023 | 7:17 PM

১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত্ররক্ষী বাহিনীর জওয়ানরা টহল দেওয়ার সময় দেখা যায় সীমান্তের জিরো পয়েন্টে একজোড়া বিদেশি কুকুর, একটি বিড়াল ও মাছের চারা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।বিদেশি কুকুর রটওয়িলার জার্মান প্রজাতির। শীত প্রধান দেশে এই কুকুরগুলো দেখা যায়। থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতীয় বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা। পাশাপাশি একটি হিমালয়ান পার্শিয়ান প্রজাতির বিড়াল উদ্ধার হয়েছে

বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ গাবর্ডাহ্ সীমান্তের ঘটনা। এদিন বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছিল একজোড়া বিদেশি কুকুর, একটি বিদেশী বিড়াল ও ৫ প‍্যাকেট মাছের চারা। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত্ররক্ষী বাহিনীর জওয়ানরা টহল দেওয়ার সময় দেখা যায় সীমান্তের জিরো পয়েন্টে একজোড়া বিদেশি কুকুর, একটি বিড়াল ও মাছের চারা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।বিদেশি কুকুর রটওয়িলার জার্মান প্রজাতির। শীত প্রধান দেশে এই কুকুরগুলো দেখা যায়। থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতীয় বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা। পাশাপাশি একটি হিমালয়ান পার্শিয়ান প্রজাতির বিড়াল উদ্ধার হয়েছে। আমেরিকা, থাইল্যান্ড ও ইরানে এই প্রজাতির বিড়াল গুলো বেশিরভাগ দেখা যায়। খাঁচাবন্দি পশু গুলিকে উদ্ধার করলেও আন্তর্জাতিক প্রাণী পাচারকারী পলাতক। উদ্ধার হওয়া প্রাণী গুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, সীমান্ত সুরক্ষার নজরদারি এড়িয়ে কিভাবে বিদেশি কুকুর ও বিড়াল এদেশে ঢুকলো? তাহলে কি সক্রিয় হচ্ছে সীমান্তে পশু পাচারকারীরা।