Android E Sim Transfer: এবার অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে ই-সিম

Android E Sim Transfer: এবার অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে ই-সিম

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 06, 2023 | 6:18 PM

Android ফোনে খুব দ্রুত সহজ এবং নিরাপদ উপায়ে eSIM ট্রান্সফারের জন্য ডাচ টেলিকমের সঙ্গে কাজ করছে Google।এই ফিচার সাপোর্ট করার জন্য বিভিন্ন দেশের টেলিকম অপারেটরদের সঙ্গে জুটি বাঁধবে গুগল

eSIM হল ফিজ়িক্যাল SIM কার্ডের ডিজিটাল অবতার,যা স্মার্টফোনে ব্যবহার করা যায়।চলতি বছরেই যে Android 14 রোল আউট করা হবে,তাতেই এই বিশেষ ক্ষমতা দেওয়া হবে।Android ফোনে খুব দ্রুত সহজ এবং নিরাপদ উপায়ে eSIM ট্রান্সফারের জন্য ডাচ টেলিকমের সঙ্গে কাজ করছে Google।এই ফিচার সাপোর্ট করার জন্য বিভিন্ন দেশের টেলিকম অপারেটরদের সঙ্গে জুটি বাঁধবে গুগল।eSIM ফিচারটি এই মুহূর্তে বিভিন্ন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনে দেওয়া হচ্ছে।এই eSIM যে আপনি শুধু ফোনে ব্যবহার করতে পারবেন এমনটা নয়।LTE সাপোর্ট করে এমন বেশ কিছু স্মার্টওয়াচেও এই eSIM ব্যবহার করা যেতে পারে।চলতি বছরে Google I/O 2023 শীর্ষক ইভেন্টে eSIM নিয়ে অনেক রহস্যের কিনারা করবে টেক জায়ান্টটি।আগামী কয়েক বছরে যে eSIM সার বিশ্বের স্মার্টফোন সহ অন্যান্য স্মার্ট গ্যাজেটসের জন্য অন্যতম সেরা প্রযুক্তি হতে চলেছে।এইরকমই একটা প্রযুক্তি কিন্তু ইতিমধ্যেই দেখা দিয়েছে,তা হল iSIM বা ইন্টিগ্রেটেড সিম।এই প্রযুক্তিটি ইতিমধ্যেই Qualcomm পরীক্ষা করে দেখেছে তাদের Snapdragon 8 Gen চিপসেটের মডিফায়েড ভার্সনে।এই ইন্টিগ্রেটেড সিম-কে বলা হচ্ছে আরও ছোট।এই প্রযুক্তি আরও শক্তি দক্ষ।