Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nusrat Jahan Yash Dasgupta News: যে নীল বাতির গাড়ি থেকে নামলেন যশ, তা কার?

Nusrat Jahan Yash Dasgupta News: যে নীল বাতির গাড়ি থেকে নামলেন যশ, তা কার?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 17, 2023 | 10:45 PM

নীল বাতির গাড়িতে যশ? ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হলেও হেরে গিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই মুহূর্তে কোনও রাজনৈতিক ক্ষমতার অধিকারী নন তিনি। গাড়িতে কোনও বাতি লাগানোর জন্য আইনত যে পদ ও যোগ্যতার অধিকারী হতে হয়, এই মুহূর্তে তা-ও নেই যশের কাছ। তা সত্ত্বেও সোমবার সকালে যে গাড়ি থেকে নামতে দেখা গেল তাঁকে, তার […]

নীল বাতির গাড়িতে যশ?
২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হলেও হেরে গিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এই মুহূর্তে কোনও রাজনৈতিক ক্ষমতার অধিকারী নন তিনি। গাড়িতে কোনও বাতি লাগানোর জন্য আইনত যে পদ ও যোগ্যতার অধিকারী হতে হয়, এই মুহূর্তে তা-ও নেই যশের কাছ। তা সত্ত্বেও সোমবার সকালে যে গাড়ি থেকে নামতে দেখা গেল তাঁকে, তার মাথায় নীল বাতি! রাজ্য পরিবহন দফতর আর কলকাতা ট্র্যাফিক পুলিশের তথ্য বলছে, ডব্লিইবি১০৬৬৫২ নম্বরপ্লেট যুক্ত গাড়িটির মালিক দেবাশিস দাশগুপ্ত, যা বাস্তবে যশের আসল নাম।

কোথায় হারালেন শুভশ্রী?
চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিদেশ সফরে রাজ চক্রবর্তী। সঙ্গে নিলেন ছোট্ট ছেলে ইউভানকে। বিমানবন্দর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করলেন তাঁরা—গন্তব্য সিঙ্গাপুর।

‘গৌরী এলো’র সেলিব্রেশন
‘গৌরী এলো’ ধারাবাহিকের TRP এখন তলানিতে। দিন-দিন কমছে ধারাবাহিকের চাহিদা। যদিও হাল ছাড়তে নারাজ ৮০ জনের টিম। দেখতে দেখতে ৫০০ পর্ব পার, সেলিব্রেশনে মাতল গোটা টিম।

ট্রোলের শিকার নবনীতা
বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে বহুদিন। পাকাপাকিভাবে আলাদা হচ্ছেন জিতু কামাল ও নবনীতা দাস। তবে কেন হাতে শাঁখা-পলা? সদ্য নবনীতার শেয়ার করা একটি ছবি দেখে তীব্র কটাক্ষ করল নেটদুনিয়া। উড়ে এল প্রশ্ন, ‘আগে স্থির করুন কী করবেন, বিচ্ছেদ তো শাঁখা-পলা কেন?’

কোথায় গেলেন শ্রুতি-স্বর্ণেন্দু?
উত্তরবঙ্গে মিনি হনিমুন সারতে গিয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে ভিজে আরও গাঢ় হচ্ছে তাঁদের প্রেম। সমাজমাধ্যমের পাতায় সেই ছবিই এখন রীতিমতো ট্রেন্ডিং। শুটিংয়ে ব্যস্ত দু’জনেই। এরই মাঝে নিজেদের জন্য সময় বের করে তাঁরা কাটাচ্ছেন ‘কোয়ালিটি টাইম’।

পারিশ্রমিক বাড়ল কাজলের
একটি আস্ত ছবি করতে কাজল যা পারিশ্রমিক নিতেন, বর্তমানে তার থেকে অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছেন একটি সিরিজের এপিসোড পিছু। বলিউড সূত্রে খবর, আগামী এক ওটিটি সিরিজের জন্য নাকি এপিসোড পিছু ৫ থেকে ৬ কোটি টাকা দাবি করেছেন কাজল। প্রযোজনা সংস্থা তাতেই রাজি।

‘জওয়ান’ চমক
আবারও সারপ্রাইজ় দিলেন শাহরুখ খান। শেয়ার করলেন ‘জওয়ান’ ছবির নতুন পোস্টার। তবে এবার তিনি নিজে নন, ছবির নায়িকা নয়তারার স্টানিং লুকে তৈরি হয়েছে পোস্টার। প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

সলমনের প্রযোজনায় অভিনয়ের সুযোগ?
বেশ কিছু দিন ধরেই রটেছে সলমন খানের প্রযোজনা সংস্থা থেকে নাকি অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এই সুযোগেই বহু অসাধু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে তুলে নিচ্ছে টাকা। এবার তা নিয়ে বিবৃতি দিতে বাধ্য হলেন সলমন খান নিজেই। ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে জানালেন, যা রটেছে সব মিথ্যে।

ইলিয়ানার সন্তানের বাবা কে?
মা হতে চলেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। কে তাঁর সন্তানের বাবা, এই নিয়ে এতদিন চলছিল চর্চা। অবশেষে ‘সেই মিস্ট্রি ম্যান’-এর পরিচয় প্রকাশ্যে আনলেন নায়িকা। তবে আপাতত শুধু ছবিই শেয়ার করেছেন ইলিয়ানা। নাম-পরিচয় এখনও অজানা।