Electric Scooter: ওকায়া ইলেকট্রিক স্কুটার কিনলেই এবার বড় উপহার জেতার সুযোগ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 15, 2023 | 8:34 PM

Okaya Electric Scooter কিনলেই বড় উপহার জেতার সুযোগ। ভাগ্যে থাকলে মিলতে পারে বড় অঘ্কের ক্যাশব্যাক।

ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Okaya EV তার কাস্টমারদের জন্য কার্নিভালের ঘোষণা করেছে। সেই কার্নিভালে যাঁরা Okaya Electric Scooter ক্রয় করবেন,তাঁরা একাধিক পুরস্কার জেতার সুযোগ পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে ৫০০০ টাকার ক্যাশব্যাক। এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় পুরস্কারটি। এই স্কুটার ক্রয় করলে কার্নিভাল অফার উপলক্ষে তিন রাত চার দিনের থাইল্যান্ড ট্রিপেরও সুযোগ পেয়ে যাবেন। ৩১ মার্চ পর্যন্ত এই অফার মিলবে। দেশের সমস্ত প্রান্তে এখন ওকায়া ইলেকট্রিকের ডিলার রয়েছে। কার্নিভালে অংশগ্রহণ করতে যে কোনও ডিলারের কাছ থেকেই স্কুটার কিনতে পারেন কাস্টমাররা। এই অফারগুলি পেতে Okaya Electric Scooter কিনতেই হবে কাস্টমারদের। একবার যেই ই-স্কুটার কেনা হয়ে যাবে,ক্রেতারা তাঁদের রেজিস্টার্ড ফোন নম্বরে একটি লিঙ্ক পেয়ে যাবেন। তারপরই তাঁদের কাছে পৌঁছে যাবে একটি স্ক্র্যাচ কার্ড,সেখানেই ক্রেতারা দেখে নিতে পারবেন যে,শেষ পর্যন্ত কী পুরস্কার পেলেন তাঁরা। Okaya EV-র ঝুলিতে এখন হাই এবং লো-স্পিড মিলিয়ে সবরকমের ইলেকট্রিক স্কুটার রয়েছে। সেই তালিকায় রয়েছে Faast F4, Faast F3, Faast F2F, ClassIQ+, Freedum এবং Faast F2B। প্রতিটি স্কুটারেরই একাধিক কালার শেড রয়েছে। সেগুলি হল – মেটালিক ব্ল্যাক, মেটালিক সিয়ান, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট। Okaya Faast F2F হল সংস্থার এক্কেবারে লেটেস্ট ইলেকট্রিক স্কুটার। গত মাসেই এই ই-স্কুটার লঞ্চ করা হয় ভারতের বাজারে,যার দাম ৮৪,০০০ টাকা (এক্স-শোরুম)। একচার্জে ৭০-৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে ই-স্কুটারটি এবং তার সর্বাধিক রেঞ্জ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ওকায়ার Faast F2F ইলেকট্রিক স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন । রিমোট কি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, DRL হেডল্যাম্প এবং এজি টেইলল্যাম্পও দেওয়া হয়েছে । দেশের প্রায় ৫৫০টি ওকায়া ইলেকট্রিক ভেহিকল আউটলেট থেকে ইতিমধ্যেই এই স্কুটারটি বিক্রি করা হচ্ছে।

Published on: Mar 15, 2023 08:08 PM