Viral Video: জুতো খুলে ব্যাঙ্ক কর্মীর দিকে এগিয়ে গেলেন প্রৌঢ়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 09, 2023 | 2:13 PM

পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, পা থেকে চপ্পল খুলে ব্যাঙ্ক কর্মীর দিকে তেড়ে যান ওই ব্যক্তি। ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। হাতে চপ্পল নিয়ে তিনি ব্যাঙ্কের একাধিক কর্মীর বাপ বাপান্ত করছেন।

Follow Us

একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গেছে ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে তীব্র বাদানুবাদে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, পা থেকে চপ্পল খুলে ব্যাঙ্ক কর্মীর দিকে তেড়ে যান ওই ব্যক্তি। ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। হাতে চপ্পল নিয়ে তিনি ব্যাঙ্কের একাধিক কর্মীর বাপ বাপান্ত করছেন। চিৎকারও করছেন তারস্বরে। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। স্বামীর সঙ্গেই গলা মিলিয়ে অনর্গল চেঁচামিচি করে চলেছেন তিনিও। কী কারণে তিনি ব্যাঙ্ককর্মীদের সঙ্গে অভব্য আচরণ করছেন তা জানা যায়নি। তবে ব্যাঙ্কের পরিষেবা নিয়ে তিনি যে তিতিবিরক্ত তা পরিষ্কার। এতটাই বিরক্ত যে ব্যাঙ্ককর্মীদের চটি নিয়ে মারমুখী কখনও আবার অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন। ব্যাঙ্ককর্মীরাও ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলেন। রেগেমেগে ওই কাস্টমার ফের স্লিপার নিয়ে তেড়ে আসেন। ব্যাঙ্কের সুরক্ষা কর্মী এসে গ্রাহককে নিরস্ত করার চেষ্টা করেন। শেষে হনহন করে ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে যান ক্রুদ্ধ ওই কাস্টমার। পুলিশ ডাকার কথাও বলতে থাকেন ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা। টুইটারে ভিডিয়োর ভিউ ২৫৪.৩ হাজার ।

একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গেছে ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে তীব্র বাদানুবাদে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, পা থেকে চপ্পল খুলে ব্যাঙ্ক কর্মীর দিকে তেড়ে যান ওই ব্যক্তি। ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। হাতে চপ্পল নিয়ে তিনি ব্যাঙ্কের একাধিক কর্মীর বাপ বাপান্ত করছেন। চিৎকারও করছেন তারস্বরে। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। স্বামীর সঙ্গেই গলা মিলিয়ে অনর্গল চেঁচামিচি করে চলেছেন তিনিও। কী কারণে তিনি ব্যাঙ্ককর্মীদের সঙ্গে অভব্য আচরণ করছেন তা জানা যায়নি। তবে ব্যাঙ্কের পরিষেবা নিয়ে তিনি যে তিতিবিরক্ত তা পরিষ্কার। এতটাই বিরক্ত যে ব্যাঙ্ককর্মীদের চটি নিয়ে মারমুখী কখনও আবার অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন। ব্যাঙ্ককর্মীরাও ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলেন। রেগেমেগে ওই কাস্টমার ফের স্লিপার নিয়ে তেড়ে আসেন। ব্যাঙ্কের সুরক্ষা কর্মী এসে গ্রাহককে নিরস্ত করার চেষ্টা করেন। শেষে হনহন করে ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে যান ক্রুদ্ধ ওই কাস্টমার। পুলিশ ডাকার কথাও বলতে থাকেন ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা। টুইটারে ভিডিয়োর ভিউ ২৫৪.৩ হাজার ।

Next Video