Puffer Fish: সামুদ্রিক মাছ খেয়েই মৃত্যু বৃদ্ধার
হট এয়ার বেলুন অ্য়াডভেঞ্চারে সওয়ার হয়েছিলেন একটি পরিবার। মাঝ আকাশে হঠাৎই সেই বেলুনে আগুন ধরে যায়। দুর্ঘটনা আঁচ করে বেলুন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্য়ু হয়েছে।
২৫ মার্চ এক পরিচিত মাছের দোকান থেকে পাফার মাছ কিনে মালয়েশিয়ার এক বৃদ্ধ। স্ত্রী লিম সিউ গুয়ান রান্না করেন অই মাছ এবং দুপুরে স্বামী-স্ত্রী মিলে খান। খাবার পরই প্রচণ্ড কাঁপুনি ও শ্বাসকষ্ট শুরু হয় বৃদ্ধার । ঘণ্টা খানেক পর একই উপসর্গ দেখা যায় বৃদ্ধর । বেগতিক বুঝে বাবা-মা-কে হাসপাতালে ভর্তি করেন তাঁদের ছেলে। এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ৮৩ বছর বয়সি ওই বৃদ্ধার। আইসিইউ-তে বর্তমানে কোমায় বৃদ্ধ । প্রাণে বাঁচলেও বয়সের কারণে সম্পূর্ণ সুস্থ হবেন না ওই বৃদ্ধ, জানিয়েছেন চিকিৎসকরা । খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মর্মান্তিক পরিণতি চিকিৎসকদের অনুমান । খাবারে টক্সিন অথবা টেটরোডোটোক্সিন ইনজেশন-এর মতো বিষাক্ত কিছু ছিল। সেই কারণেই মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে কাঁপুনি শুরু হয়, শ্বাসযন্ত্রেও প্রভাব পড়ে। পাফার মাছে বিষাক্ত টক্সিন অথবা টেটরোডোটোক্সিন ইনজেশন থাকে । প্রশিক্ষণপ্রাপ্ত সেফ ছাড়া এই বিষাক্ত টক্সিন মাছের দেহ থেকে বার করা দুঃসাধ্য । ঘরে রান্না করায় তা হয়নি । তাতেই বৃদ্ধ দম্পতির এই পরিণ