Old Woman Viral Video: বৃদ্ধার এই যন্ত্রণা, চোখে দেখা যায় না

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Apr 26, 2023 | 5:59 PM

Viral Video: একটি ভিডিয়োয় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,৭০বছর বয়সী এক বৃদ্ধা তার পেনশন তুলতে চেয়ারের সাহায্যে খালি পায়ে গরম রাস্তায় হাঁটছেন। বৃদ্ধার নাম সূর্য হরিজন। বৃদ্ধা মহিলার বাড়ি ঝারিগান ব্লকের বানুগুদা গ্রামে। বাড়ি থেকে অনেক দূরে রয়েছে স্টেট ব্যাঙ্ক। সেখান থেকেই পেনশন তুলতে এভাবে হেঁটে যেতে বাধ্য হন ওই মহিলা।

একটি ভিডিয়োয় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,৭০বছর বয়সী এক বৃদ্ধা তার পেনশন তুলতে চেয়ারের সাহায্যে খালি পায়ে গরম রাস্তায় হাঁটছেন। বৃদ্ধার নাম সূর্য হরিজন। বৃদ্ধা মহিলার বাড়ি ঝারিগান ব্লকের বানুগুদা গ্রামে। বাড়ি থেকে অনেক দূরে রয়েছে স্টেট ব্যাঙ্ক। সেখান থেকেই পেনশন তুলতে এভাবে হেঁটে যেতে বাধ্য হন ওই মহিলা। কিন্তু ওভাবে হেঁটে যাওয়ার কারণও জানা গিয়েছে। এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওড়িশার সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেন। এরপরই বেরিয়ে আসে ব্যাঙ্কের ম্যানেজারের বক্তব্য। তিনি বলেন,’ওই বৃদ্ধা মহিলার হাতের আঙুল ভেঙে গিয়েছে…’। এ কারণে তাঁর টাকা তুলতে বেশ সমস্যা হচ্ছে। শীঘ্রই তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন’। এক প্রতিবেদনে জানা গিয়েছে যে,বৃদ্ধা মহিলা গত ৪ মাস ধরে তার পেনশন পাননি। এ কারণে তার পায়ের চিকিৎসাও করতে পারছেন না। মহিলাটির ভরণপোষণের জন্য অর্থের প্রয়োজন ছিল। এ কারণে তিনি পায়ে হেঁটে ব্যাঙ্কে যেতে বাধ্য হন।

Published on: Apr 26, 2023 05:58 PM