Jerusalem Oldest Toilet: ২৫০০ বছরের পুরনো শৌচাগারের হদিশ!

গবেষকরা গর্ত করেছেন ২টি পাথরের শৌচাগারের। সেখান থেকে তাঁরা পেয়েছেন আমাশয় সৃষ্টিকারী ব্যাকটিরিয়ার। এই শৌচাগারগুলি ছিল ধনীদের। এই টয়লেটগুলো থেকে পাওয়া যায় Giardia Duodenalis রোগের প্রমাণ। পাকস্থলীতে সংক্রমণর প্রমান পাওয়া যায় রোমান যুগে। গরমকালে জলের অভাব দেখা যেত সেই সময়

Jerusalem Oldest Toilet: ২৫০০ বছরের পুরনো শৌচাগারের হদিশ!
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 2:44 PM

একটি টয়লেট পাওয়া গেছে ২৫০০ বছরের পুরনো। এই টয়লেট পাওয়া গেছে জ়েরুজ়ালেমে। সেই সময় মানুষ সচেতন ছিলেন না তাঁদের স্বাস্থ্য নিয়ে। গবেষকরা গর্ত করেছেন ২টি পাথরের শৌচাগারের। সেখান থেকে তাঁরা পেয়েছেন আমাশয় সৃষ্টিকারী ব্যাকটিরিয়ার। এই শৌচাগারগুলি ছিল ধনীদের। এই টয়লেটগুলো থেকে পাওয়া যায় Giardia Duodenalis রোগের প্রমাণ। পাকস্থলীতে সংক্রমণর প্রমান পাওয়া যায় রোমান যুগে। গরমকালে জলের অভাব দেখা যেত সেই সময়। বিজ্ঞানীরা দেখতে পান একটি টয়লেট সিট ২০১৯ সালে। এই টয়লেটের সিট ছিল সম্ভবত রাজা মানসেহের সময়ে। সম্ভবত এই শৌচাগারটি মলত্যাগের জন্য ব্যবহার করা হত। পুরুষরা প্রস্রাব করতেন তার পাশে একটি খোলা জায়গাতে। গবেষকরা খুঁজে পেয়েছেন ৪ ধরনের পরজীবীর ডিম। সেগুলি হল পিনওয়ার্ম,হুইপওয়ার্ম,টেপওয়ার্ম, রাউন্ডওয়ার্ম। এই জীবাণু থেকেই সৃষ্টি হয় আমাশয় রোগ। এই গুলি খুব সূক্ষ্ম জীবাণু। বর্তমানে অনেক শিশু মারা যাচ্ছে Giardia এর কারণে।

Follow Us: