AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2023: বিশেষ দিনে শ্রুতি গিয়েছিলেন নৈহাটির বড় মায়ের দর্শনে

Kali Puja 2023: বিশেষ দিনে শ্রুতি গিয়েছিলেন নৈহাটির বড় মায়ের দর্শনে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 11:21 PM

Share

বিয়ের পর এটিই প্রথম কালীপুজো অভিনেত্রী শ্রুতি দাসের। এই বিশেষ দিনে তিনি গিয়েছিলেন নৈহাটির বড় মায়ের দর্শনে। সঙ্গে ছিলেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। মা'কে দেখে আপ্লুত শ্রুতি। তাঁর কথায়, “প্রথম দেখাতেই সব ভুলে গিয়েছি। মা কে কী বলতে, কী করতে গিয়েছিলাম কিছুও মনে নেই, শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।”

বক্স অফিসে ‘টাইগার’

মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটি মুক্তির ক্ষেত্রে এমন এক দিন বেছে নেওয়া হয়েছে যা মোটেও বক্সঅফিসে লক্ষ্মীলাভের জন্য আদর্শ নয়। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম দিনে এই ছবি ৪০ কোটির কাছাকাছি আয় করতে পারে। এর আগে বলিউডে কোনও ছবি দীপাবলির দিন মুক্তি পেয়ে এত টাকা ব্যবসা করেনি। সে ক্ষেত্রে ‘টাইগার’-ই এই ট্রেন্ডে থাকবে প্রথম স্থানে।

ভিকির প্রতিক্রিয়া
‘টাইগার থ্রি’ মুক্তি পেয়েছে। সেই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। স্ত্রীকে তাঁর প্রাক্তনের সঙ্গে রুপোলি পর্দায় রোম্যান্স করতে দেখে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল বললেন, “এই ছবি দীপাবলির উপহার। দারুণ হয়েছে। যশরাজ ফিল্মসের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।”

হবু স্বামীর জন্মদিনে ‘টাইগার থ্রি’
ডিসেম্বরে বিয়ে করছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ১২ নভেম্বর তাঁর হবু স্বামী সৌম্য মুখোপাধ্য়ায়ের জন্মদিন। কালীপুজোয় বন্ধুরবাড়িতে সময় কাটানোর পাশাপাশি ‘টাইগার থ্রি’ দেখতে যাবেন সন্দীপ্তা। তাই নিয়ে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফের বেবি বাম্পে প্রকাশ্যে অনুষ্কা
বেঙ্গালুরুতে কালো পোশাকে ধরা পরে অনুষ্কা শর্মার বেবি বাম্প। লুকিয়ে রাখা দ্বিতীয় প্রেগন্যান্সির খবর এভাবেই প্রকাশ্যে এসেছে। এবার ফের লাল সালোয়ারে ধরা পড়ল তাঁর বেবি বাম্প। এক দীপাবলির পার্টিতে বিরাট কোহলির সঙ্গে গিয়েছিলেন অনুষ্কা। দুই তারকার ঘনিষ্ঠ মহল বলছে, প্রেগন্যান্সির খবর নয়, এক্কেবারের গুড নিউজ় দেবেন অনুষ্কা-বিরাট।

অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর সিং
গোরেগাওঁতে অবস্থিত দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর সিং। দুটি অ্যাপার্টমেন্টের দাম ১৫ কোটি ২০ লাখ টাকা। ২০১৪ সালে তিনি এবং তাঁর মা এই অ্যাপার্টমেন্টগুলি কিনেছিলেন রণবীর। ওবেরয় এক্সকুইজ়িট কমপ্লেক্সে অন্তর্গত ৪৩ তলায় ছিল অ্যাপার্টমেন্ট দুটি।

নতুন প্রেমিকা?

রাজ কাপুরের কন্যা রীমা কাপুর জৈন-এর ছেলে আদর জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অভিনেত্রী তারা সুতারিয়ার। দিন কয়েক আগেই সেই কথা নিজেই জানিয়েছেন তারা। বিচ্ছেদের শোক ফিকে না হতে হতেই আরও একটা প্রেম। জামাইবাবু সইফ আলি খানের দিওয়ালি পার্টিতেই পরিষ্কার হয়ে গেল চিত্রটা। এক রহস্যময়ীর হাত ধরেই সইফের পার্টিতে পৌঁছে গেলেন আদর। কে সেই সুন্দরী? তিনিই কি আদরের নতুন প্রেমিকা? জল্পনা তেমনটাই।

প্রয়াত সুদীপ্তার কাছের মানুষ

চারিদিকে আলোর রোশনাই, সেজে উঠেছে গোটা দেশ। এরকমই এক সময়ে মন ভারাক্রান্ত অভিনেতা সুদীপা বন্দ্যোপাধ্যায়ের। প্রয়াত হলেন তাঁর বাবা। বিগত বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ ছিল। দুর্গাপুজোয় সেই শরীর খারাপ আরও বাড়ে। হঠাৎই সব শেষ। মানসিক ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী।

শ্রুতির মনে শিহরণ

বিয়ের পর এটিই প্রথম কালীপুজো অভিনেত্রী শ্রুতি দাসের। এই বিশেষ দিনে তিনি গিয়েছিলেন নৈহাটির বড় মায়ের দর্শনে। সঙ্গে ছিলেন স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার। মা’কে দেখে আপ্লুত শ্রুতি। তাঁর কথায়, “প্রথম দেখাতেই সব ভুলে গিয়েছি। মা কে কী বলতে, কী করতে গিয়েছিলাম কিছুও মনে নেই, শুধু দু’চোখ ভরে দেখে এসেছি।”

Naihati
খরচ থেকে দূরে
অল্প বয়সে অর্থ উপার্জন করা শুরু করেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। বিলাশবৈভবের জীবন শুরু করেন। এসব থেকে দূরে অভিনেত্রী অহনা দত্ত। জানিয়েছেন, ধন্তেরসে বিরাট কিছু কিনে পয়সা নষ্ট করেনি তিনি। পণ নিয়েছেন, টাকা জমাবেন। না হলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে Kali Puja 2023তাঁকে।