Rudranil Ghosh: বিশ্ব কবিতা দিবসে মানুষের মন ছুঁয়ে গিয়েছে তাঁর কবিতা, রুদ্রনীল বললেন প্রতিবাদের কথা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 21, 2023 | 9:58 PM

২১শে মার্চ । বিশ্ব কবিতা দিবস। এই মুহূর্তে তাঁর কবিতা এখন খুবই জনপ্রিয়। তিনি রুদ্রনিল ঘোষ। কবিতার মাধ্যমে উঠে এল প্রতিবাদের ভাষা।

Follow Us

২১শে মার্চ । বিশ্ব কবিতা দিবস। এই জমানায় যাঁর কবিতা সবচেয়ে বেশি ভিউ দিচ্ছে তিনি রুদ্রনীল ঘোষ। রাজনীতির কথাকবি শ্রী রুদ্রনীলের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললেন। তাঁর অনুপ্রেরণায় কবি বিরোধীদলের কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, মদন মিত্রর কবিতারও নম্বর দিলেন । সঙ্গে দুঃখ প্রকাশ করলেন শ্রীজাত , সুবোধ সরকার, জয় গোস্বামীর কবিতা নিয়ে। তাঁর বক্তব্য কবিতায় অন্যায়ের প্রতিবাদ করতে। কবিতা দিবসে আশা করছেন সেই কবিরা আবার লিখবেন আগের মত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠের পাশাপাশি নিজের লেখা নতুন একটি কবিতাও পড়লেন টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জন্য।

২১শে মার্চ । বিশ্ব কবিতা দিবস। এই জমানায় যাঁর কবিতা সবচেয়ে বেশি ভিউ দিচ্ছে তিনি রুদ্রনীল ঘোষ। রাজনীতির কথাকবি শ্রী রুদ্রনীলের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বললেন। তাঁর অনুপ্রেরণায় কবি বিরোধীদলের কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, মদন মিত্রর কবিতারও নম্বর দিলেন । সঙ্গে দুঃখ প্রকাশ করলেন শ্রীজাত , সুবোধ সরকার, জয় গোস্বামীর কবিতা নিয়ে। তাঁর বক্তব্য কবিতায় অন্যায়ের প্রতিবাদ করতে। কবিতা দিবসে আশা করছেন সেই কবিরা আবার লিখবেন আগের মত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠের পাশাপাশি নিজের লেখা নতুন একটি কবিতাও পড়লেন টিভি নাইন বাংলা ডিজিটালের দর্শকদের জন্য।

Next Video