Food Delivery App: এই অ্যাপে আরও সস্তায় খাবার অর্ডার করুন!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 11, 2023 | 10:20 PM

এবার জ্যোমাটো-সুইগি এর থেকে কম দামে একটি অ্যাপ্লিকেশনে খাবার পাওয়া যাচ্ছে। সেই অ্যাপ্লিকেশনের নাম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। তৃতীয় পক্ষ না থাকায় অতিরিক্ত কর দিতে হচ্ছে না। তাই কম দামে খাবার অর্ডার করতে পারবেন। বর্তমানে দেশের ২৪০টি শহরে পাওয়া যাচ্ছে ওএনডিসির পরিষেবা। ওএনডিসির মাধ্য়মে খাবার অর্ডার করলে ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে জ্যোমাটো-সুইগি এর থেকে

বাড়িতে বসে খাবার খেতে অনেকেই সুইগি,জ্যোমাটো এর উপর ভরসা করেন। কিন্তু অনেক গ্রাহকের অভিযোগ, তারা খাবার ডেলিভারির করার জন্য অতিরিক্ত পরিমাণ কর নিচ্ছে। এবার জ্যোমাটো-সুইগি এর থেকে কম দামে একটি অ্যাপ্লিকেশনে খাবার পাওয়া যাচ্ছে। সেই অ্যাপ্লিকেশনের নাম ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স। তৃতীয় পক্ষ না থাকায় অতিরিক্ত কর দিতে হচ্ছে না। তাই কম দামে খাবার অর্ডার করতে পারবেন। বর্তমানে দেশের ২৪০টি শহরে পাওয়া যাচ্ছে ওএনডিসির পরিষেবা। ওএনডিসির মাধ্য়মে খাবার অর্ডার করলে ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে জ্যোমাটো-সুইগি এর থেকে। এই অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁগুলি গ্রাহকদের কাছে খাবার বিক্রি করতে পারবে। এরজন্য দিতে হবে না অতিরিক্ত কর। এই অ্যাপের মাধ্যমে আপনি ঘর সাজানোর জিনিসপত্র থেকে ইলেকট্রনিক পণ্যও পাওয়া যাবে। একই অ্য়াপের মাধ্যমে আপনি জ্যোমাটো-সুইগির পরিষেবার পাশাপাশি ব্লিনকিট ও জ়েপ্টো অ্যাপেরও পরিষেবা পাবেন। প্রায় ৩৫ হাজারেরও বেশি বিক্রেতা এই অ্যাপে সঙ্গে যুক্ত আছে। পেটিএমের মাধ্যমে এই অ্যাপ থেকে অনলাইনে অর্ডার করা যাচ্ছে।