Loading video

Shankar Ghosh: ‘দলদাসের মতো থাকলে মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে’

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Mar 22, 2025 | 7:06 PM

বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে চত্বরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিজেপি নেতা শঙ্কর ঘোষ। দরাজ গলায় বলে ওঠেন, “স্পিকার সাহেবের ক্ষমতা হয়নি যে তিনি যেমনভাবে বিধানসভা চালান, সেভাবে আজ চালাতে পারেননি।” তৃণমূল ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, এমন ঝাঁঝালো মন্তব্য‌ও উঠে এল তাঁর কথায়। আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো

বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে কালো পতাকা দেখিয়ে চত্বরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিজেপি নেতা শঙ্কর ঘোষ। দরাজ গলায় বলে ওঠেন, “স্পিকার সাহেবের ক্ষমতা হয়নি যে তিনি যেমনভাবে বিধানসভা চালান, সেভাবে আজ চালাতে পারেননি।” তৃণমূল ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, এমন ঝাঁঝালো মন্তব্য‌ও উঠে এল তাঁর কথায়। আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো