পরপর তিনদিন প্রকাশ্যে চলল গুলি! মালদহে কী হচ্ছে?

|

Nov 28, 2025 | 4:33 PM

ফের মালদহের কালিয়াচকে চলল গুলি! এবারে দিনে-দুপুরে প্রকাশ্যে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চলে। ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদার কালিয়াচকের মোজমপুর এলাকায়।

ফের মালদহের কালিয়াচকে চলল গুলি! এবারে দিনে-দুপুরে প্রকাশ্যে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চলে। ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল মালদার কালিয়াচকের মোজমপুর এলাকায়। জানা গিয়েছে, রেশন ডিলারশিপ পাওয়া নিয়ে এই গন্ডগোল। রেশন ডিলারশিপ না ছাড়ায়, একদল দুষ্কৃতী ডিলারের বাড়িতে হামলা করে। গত দু-দিন ধরে কালিয়াচকে একের পর এক দুষ্কৃতী কর্মকাণ্ডে  আতঙ্কিত কালিয়াচকবাসী। এর আগে মঙ্গলবারও সাত সকালে কালিয়াচকের এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ইংরেজবাজার থানায় এলাকায়। ওই ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে খুন করার অভিযোগ ওঠে। এর কয়েক ঘন্টা পর রাত নামতে নামতেই ফের কালিয়াচকের জালালপুর এলাকায় এক পাঁপড় বিক্রেতাকে বৃদ্ধকে গুলি করে খুন করে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। এই ঘটনার রেশ কাটতে কাটতেই বুধবার বেলা ২টা নাগাদ প্রকাশ্য দিবালোকে কালিয়াচকের মোজমপুর এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা ঘটল।