Mango Sales Zepto: ২৫ কোটির আমের অর্ডার

Mango Sales Zepto: ২৫ কোটির আমের অর্ডার

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 22, 2023 | 6:03 PM

শুধু এপ্রিলে ভারতীয়রা ২৫ কোটি টাকার আম অর্ডার করেছেন! না ভিত্তিহীন কথা নয় । গ্রোসারি ডেলিভারি অ্যাপ জেপ্টো সম্প্রতি তাদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতেই জানা যাচ্ছে এই তথ্য। জেপ্টো আশাবাদী এই বিক্রির পরিমাণ মে তে আরও বাড়বে।

শুধু এপ্রিলে ভারতীয়রা ২৫ কোটি টাকার আম অর্ডার করেছেন! না ভিত্তিহীন কথা নয় । গ্রোসারি ডেলিভারি অ্যাপ জেপ্টো সম্প্রতি তাদের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতেই জানা যাচ্ছে এই তথ্য। জেপ্টো আশাবাদী এই বিক্রির পরিমাণ মে তে আরও বাড়বে। এপ্রিলে একদিনে ৬০ লক্ষ টাকারও আম অর্ডার আসে। দেশের ১০০০ সেরা আম চাষিদের থেকে আম আমদানি করে জেপ্টো। সবচেয়ে বেশি ৩০% বিক্রি হয়েছে আলফানসো আম। তারপরই চাহিদা ছিল অন্ধ্রের বৈঙ্গনপল্লী আমের। ২৫% বিক্রি হয়েছে এই আম। জেপ্টো আলফানসো আমের জন্য রত্নাগিরির ওপর ভরসা করে। দেবগড়ের আলফানসো আমও অনেকটা চাহিদা মিটিয়েছে। জলনা ও জুনাগড় থেকে এসেছে কেশর আম। পাকা আম ছাড়াও জেপ্টো থেকে বিক্রি হয়েছে কাঁচা আম। প্রায় ২৫ লক্ষ টাকার কাঁচা আম বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে আম থেকে তৈরি নানা খাবার। আমের আচার, আম পান্না, জ্যাম, জেলি দেদার বিক্রি হয়েছে। কার্বাইড মুক্ত, গাছ পাকা আমের গ্যারান্টি সহ আম বিক্রি করেছে জেপ্টো। জেপ্টোর ট্যাগ লাইন ছিল ‘দিল ম্যাঙ্গো মোর’।