‘পদক্ষেপ করুন’, বেলডাঙায় বিক্ষোভ নিয়ে সরব শুভেন্দু

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 16, 2026 | 8:29 PM

মুর্শিদাবাদের বেলডাঙায় বিক্ষোভ নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মৃত আলাউদ্দিন শেখের দেহ গ্রামে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। রাস্তা ও রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অভিযোগ করেন, নির্বিচারে পাথর ছোড়া চলছে। ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। গোটা এলাকা বর্তমানে গুন্ডা, দুষ্কৃতী ও দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত পুলিশের কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে বিধানসভার বিরোধী দলনেতার দাবি। তিনি বলেন, “হাজার হাজার যাত্রী আতঙ্কগ্রস্ত অবস্থায় আটকে রয়েছেন। খাবার ও পানীয় জল মিলছে না। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হোক।

মুর্শিদাবাদের বেলডাঙায় বিক্ষোভ নিয়ে সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মৃত আলাউদ্দিন শেখের দেহ গ্রামে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। রাস্তা ও রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অভিযোগ করেন, নির্বিচারে পাথর ছোড়া চলছে। ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। গোটা এলাকা বর্তমানে গুন্ডা, দুষ্কৃতী ও দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত পুলিশের কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে বিধানসভার বিরোধী দলনেতার দাবি। তিনি বলেন, “হাজার হাজার যাত্রী আতঙ্কগ্রস্ত অবস্থায় আটকে রয়েছেন। খাবার ও পানীয় জল মিলছে না। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হোক।