Sreebhumi Durga Puja 2022: বোধনের আগেই উদ্বোধন, মহালয়াতেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়
Sreebhumi Durga Puja: শ্রীভূমীর ভিড় এড়াতে ও ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে সাধারণ মানুষ আগেই চলে এসেছেন। শহর কলকাতাই শুধু না, পূর্ব মেদিনীপুরের কাঁথি, বারাসাত সহ দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছে শ্রীভূমীর পুজো দেখতে। মানুষের ভিড়ের প্রভাব পড়েছে রাস্তাতেও।
কলকাতা: মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছিলেন গত বৃহস্পতিবারই। কার্যত এ বছরের পুজো শুরুর ন’দিন আগেই খুলে গিয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা। বিধায়ক সুজিত বসুর পুজোর এবছরই সুবর্ণ জয়ন্তী। তাই শ্রীভূমির পুজো ঘিরে এবছর বাড়তি উন্মাদনা অন্যান্য বছরের থেকে খানিক বেশিই। মহালয়ার সন্ধেয় প্রমাণ মিলল হাতে-নাতেই। একদিকে মহালয়া, অন্যদিকে আবার রবিবার। আগেভাগে শ্রীভূমির ঠাকুর দেখার নেওয়ার প্ল্যান যারা করেছিলেন তাদের বেশ ভাল সময় অপেক্ষা করতে হল লাইনে। TV9 বাংলার ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, তাতে শ্রীভূমির বাইরে লোকের ভিড় দেখে বোঝা দায় গতকাল মহালয়া ছিল, নাকি অষ্টমী বা নবমীর সন্ধ্যে। তবে মহালয়ার সন্ধ্যেতে এই ভিড় পুজোর বাকি দিনগুলো কেমন কাটবে তার একটা আগাম বার্তা দিয়ে যাচ্ছে।
গতবছর এই শ্রীভূমী স্পোর্টিং ক্লাব দুবাইয়ের বুর্জ খলিফা তৈরি করেছিল। যা নিয়ে তৈরি হয় প্রবল উন্মাদনা। লেজার লাইট শো সহ গোটা প্যান্ডেলই ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হয়েছিল। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শ্রীভূমির থিম ভ্যাটিক্যান সিটি। গত বছরের বিভ্রাট-ভ্রান্তি যাতে এই বছরে না হয় সেই কারণে ব্যবস্থা নিয়েছে পুলিশ ও পুজো কমিটি। তবে খুশি আমজনতা। সাধারণ মানুষের কথায়, শ্রীভূমীর ভিড় এড়াতে ও ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে তাঁরা আগেই চলে এসেছেন। শহর কলকাতাই শুধু না, পূর্ব মেদিনীপুরের কাঁথি, বারাসাত সহ দূর-দূরান্ত থেকেও মানুষ এসেছে শ্রীভূমীর পুজো দেখতে। মানুষের ভিড়ের প্রভাব পড়েছে রাস্তাতেও। পুজোর আগের শেষ রবিবারেও শ্রীভূমি লাগোয়া এলাকায় গাড়ি চলল ধীরগতিতেই।