Oxygen In Mars: মঙ্গলে অক্সিজেন!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 17, 2023 | 2:28 PM

কৃত্রিম উপায়ে অক্সিজেন তৈরি হল মঙ্গল গ্রহে। পার্সিভারেন্স রোভারের মোক্সি MOXIE র সাহায্যে তৈরি হল অক্সিজেন। কৃত্রিম অক্সিজেন তৈরির সঙ্গে সঙ্গে জল্পনা শুরু। তবে কি এবার মঙ্গল হবে পৃথিবীবাসীদের সেকেন্ড হোম।

Follow Us

কৃত্রিম উপায়ে অক্সিজেন তৈরি হল মঙ্গল গ্রহে। পার্সিভারেন্স রোভারের মোক্সি MOXIE র সাহায্যে তৈরি হল অক্সিজেন। কৃত্রিম অক্সিজেন তৈরির সঙ্গে সঙ্গে জল্পনা শুরু। তবে কি এবার মঙ্গল হবে পৃথিবীবাসীদের সেকেন্ড হোম। মঙ্গলে পাঠানো নাসার পার্সিভারেন্স রোভারের মধ্যে মাইক্রোওয়েভ যন্ত্রের আকারের এই MOXIE । পুরো নাম Mars Oxygen In-situ Resource Utilization Experiment নাসা সূত্রের খবর অক্সিজেন তৈরির পরীক্ষা হয় ২বার। মোট ১২২ গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। উৎপন্ন অক্সিজেন ৯৮% বিশুদ্ধ। ২০২১এ মঙ্গলে অবতরনের পর থেকেই কৃত্রিম অক্সিজেন তৈরির চেষ্টা করছিল নাসা। মঙ্গলের কার্বন ডাই অক্সাইড ভেঙেই MOXIE তৈরি করল অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডে ২টি অক্সিজেনের পরমাণু থাকে। এই অক্সিজেন তৈরি নাসার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকল। মঙ্গলে নভশ্চর পাঠানোর সম্ভাবনা কি আরও প্রবল হল?

কৃত্রিম উপায়ে অক্সিজেন তৈরি হল মঙ্গল গ্রহে। পার্সিভারেন্স রোভারের মোক্সি MOXIE র সাহায্যে তৈরি হল অক্সিজেন। কৃত্রিম অক্সিজেন তৈরির সঙ্গে সঙ্গে জল্পনা শুরু। তবে কি এবার মঙ্গল হবে পৃথিবীবাসীদের সেকেন্ড হোম। মঙ্গলে পাঠানো নাসার পার্সিভারেন্স রোভারের মধ্যে মাইক্রোওয়েভ যন্ত্রের আকারের এই MOXIE । পুরো নাম Mars Oxygen In-situ Resource Utilization Experiment নাসা সূত্রের খবর অক্সিজেন তৈরির পরীক্ষা হয় ২বার। মোট ১২২ গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। উৎপন্ন অক্সিজেন ৯৮% বিশুদ্ধ। ২০২১এ মঙ্গলে অবতরনের পর থেকেই কৃত্রিম অক্সিজেন তৈরির চেষ্টা করছিল নাসা। মঙ্গলের কার্বন ডাই অক্সাইড ভেঙেই MOXIE তৈরি করল অক্সিজেন। কার্বন ডাই অক্সাইডে ২টি অক্সিজেনের পরমাণু থাকে। এই অক্সিজেন তৈরি নাসার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকল। মঙ্গলে নভশ্চর পাঠানোর সম্ভাবনা কি আরও প্রবল হল?

Next Video