Pakistan News: পাকিস্তানকে জেলের সঙ্গে তুলনা কিউয়ি ক্রিকেটারের!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 24, 2023 | 4:21 PM

Pakistan Cricket: নিউজিল্যান্ডের ক্রিকেটার টার্নড কমেন্টেটর। সাইমন ডুল লাইভ কমেন্ট্রির সময় পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন। সেইসময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেলের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে তখন বেশ জলঘোলা হয়েছিল। ফের একবার শিরোনামে ডুল।

নিউজিল্যান্ডের ক্রিকেটার টার্নড কমেন্টেটর। সাইমন ডুল লাইভ কমেন্ট্রির সময় পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন। সেইসময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেলের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে তখন বেশ জলঘোলা হয়েছিল। ফের একবার শিরোনামে ডুল। এ বার তিনি মুখ খুললেন পাকিস্তানিদের মানসিক অত্যাচারের প্রতিবাদে। প্রাক্তন কিউয়ি ক্রিকেটারের অভিযোগ চমকে দেওয়ার মতো। তিনি বলেছেন,’পাকিস্তানে থেকে জেলে থাকার অভিজ্ঞতা পেয়েছি। আমার বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কারণ বাবর আজমের ফ্যানরা বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। বেশ কয়েকটা দিন ধরে অভুক্ত থেকেছি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। ভগবানের দয়ায় কোনওরকমে পাকিস্তান থেকে পালিয়ে আসতে পেরেছি’। পাকিস্তানে গিয়ে বিপাকে পড়েছিলেন সাইমন ডুল। ধারাভাষ্য দেওয়ার সময় বাবর আজমের সমালোচনার ফল এভাবে ভুগতে হবে তা বোঝেননি সাইমন। অভুক্ত থাকা ও মানসিক অত্যাচারের সম্মুখীন হওয়ার পর ৫৩ বছরের প্রাক্তন কিউয়ি ক্রিকেটার কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন। পাকিস্তানে থেকে মানসিক অত্যাচারের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাইমন ডুল। এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট টিম পাকিস্তান সফরে গিয়েছে। টি-২০ ও ওডিআই সিরিজ খেলা হবে দুটি দেশের মধ্যে।

Published on: Apr 18, 2023 04:17 PM