AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Economic Crisis: আর্থিক সঙ্কটের জেরে দুর্দশায় পড়েছে পাকিস্তান

Pakistan Economic Crisis: আর্থিক সঙ্কটের জেরে দুর্দশায় পড়েছে পাকিস্তান

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 27, 2023 | 6:18 PM

Share

আর্থিক সঙ্কটের জেরে দুর্দশায় পড়েছে পাকিস্তান । অর্থবর্ষ শেষ হওয়ার আগেই দেশের মূল্যবৃদ্ধির হার বেড়ে ৪৭ % পৌঁছেছে। পাকিস্তান ব্যুরো অব স্টাটিস্টিক্সের তরফে প্রকাশিত তালিকায়। ২৬টি অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়েছে।

আর্থিক সঙ্কটের জেরে দুর্দশায় পড়েছে পাকিস্তান । অর্থবর্ষ শেষ হওয়ার আগেই দেশের মূল্যবৃদ্ধির হার বেড়ে ৪৭ % পৌঁছেছে। পাকিস্তান ব্যুরো অব স্টাটিস্টিক্সের তরফে প্রকাশিত তালিকায়। ২৬টি অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেড়েছে। দাম কমেছে ১৩টি অত্য়াবশ্যকীয় সামগ্রীর,দাম অপরিবর্তিত রয়েছে ১৩টি পণ্যের। যে সমস্ত পণ্যের রেকর্ড হারে মূল্যবৃদ্ধি হয়েছে,তার মধ্য়ে এক নম্বরেই রয়েছে পেঁয়াজ। আর্থিক সঙ্কট ঘনিয়ে আসার পর পাকিস্তানে পেঁয়াজের দাম ২২৮.২৮ % বৃদ্ধি হয়েছে। ১৬৫.৮৮ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে সিগারেটের। ময়দার দাম বেড়েছে ১২০.৬৬ %। চলতি অর্থবর্ষের প্রথম ভাগেই গ্যাসের দাম ১০৮.৩৮% ও ডিজেলের দাম ১০২.৮৪ % বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ৮১.১৭ %। খাবার পণ্যের মধ্য়ে লিপটন চায়ের দাম ৯৪.৬০% ও কলার দাম ৮৯.৮৪ % বৃদ্ধি পেয়েছে। ভাঙা বাসমতী চালের দাম ৮১.২২ % ও ডিমের দাম ৭৯.৫৬ % বৃদ্ধি পেয়েছে। ১৭ মার্চ অবধি পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে ১০.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হতে বসেছিল। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে ১১০ কোটি ডলারের আর্থিক সাহায্য চেয়েছে পাকিস্তান।