গুলির চললে গোলা ছুঁড়ব, Narendra Modi-র হুঁশিয়ারিতে থরহরিকম্প আধমরা Pakistan!
India-Pakistan News: রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই সেনাকে 'গুলির বদলে গোলা'র নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সংঘর্ষবিরতির পরও সীমান্তে গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। বিনা প্ররোচনায় পাকিস্তান সেনার এই হামলা যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন, পাকিস্তান যদি গুলি চালায় তাহলে গোলা চালাবে ভারত। রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকেই সেনাকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, সেই বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গিদের ধূলিসাৎ করব বলেছিলাম, করেছি। বহাওয়ালপুরকে মাটিয়ে মিশিয়ে দিয়েছি। মুরিদকে জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছি। মুজাফফরাবাদকে মাটিতে মিশিয়েছি। ঢুকে মারব বলেছিলাম, মেরে দিয়ে এসেছি। এর পর তিনি স্পষ্ট করে দেন, ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা ছুটবে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের মধ্যে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। এই অপারেশনে পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে স্ট্রাইক করে লস্কর-ই-তইবা, জইশ-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মোট ১০০-র বেশি জঙ্গি নিকেশ করেছে ভারত। নিহত জঙ্গিদের অনেকেই ওয়ান্টেড তালিকায় ছিল। পাক সেনার প্রাণকেন্দ্র পঞ্জাব প্রদেশে প্রত্যাঘাত করে ভারত। স্ট্রাইক করা হয় বহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে। এই বহাওয়ালপুরে ড্রোন পাঠানোর সাহস পায়নি আমেরিকাও। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সামনে লাল দাগ টেনে দিল দিল ভারত। জঙ্গি ও জঙ্গিদের প্রশ্রয়দাতা, দু’পক্ষের বিরুদ্ধেই প্রত্যাঘাত। এরপর পাকিস্তানও জঙ্গিদমনে গুরুত্ব দিতে বাধ্য হবে।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

