AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Electricity Bill Hike: বিদ্যুতের ইউনিট ৬৪ টাকা

Pakistan Electricity Bill Hike: বিদ্যুতের ইউনিট ৬৪ টাকা

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 16, 2023 | 3:24 PM

Share

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৪ টাকা। আর সেই বিল মেটাতে না পেরে আত্মহত্যা। ঘটনাস্থল পাকিস্তান। পেশোয়ার, লাহোর ও করাচিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছেন পাকিস্তানের নাগরিকরা। অনবরত মূল্যবৃদ্ধিতে জেরবার পাকিস্তানের সাধারণ মানুষজন। তার ওপরে বিদ্যুতের দাম বাড়ায় নাজেহাল পাকিস্তানিরা।

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৪ টাকা। আর সেই বিল মেটাতে না পেরে আত্মহত্যা। ঘটনাস্থল পাকিস্তান। পেশোয়ার, লাহোর ও করাচিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছেন পাকিস্তানের নাগরিকরা। অনবরত মূল্যবৃদ্ধিতে জেরবার পাকিস্তানের সাধারণ মানুষজন। তার ওপরে বিদ্যুতের দাম বাড়ায় নাজেহাল পাকিস্তানিরা। সাধারণ মানুষ, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আইনজীবীরা সামিল হয়েছেন প্রতিবাদে। রাস্তায় পোড়ান হচ্ছে ইলেকট্রিক বিল। বিদ্যুৎ বিলের প্রতিবাদে ডাকা হয়েছে প্রতীকী ধর্মঘটও। নজিরবিহীন সাড়া পড়েছে সেই ধর্মঘটে। সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তাজির অ্যাকশন কমিটি। বিদ্যুতের দাম ৭২ ঘণ্টায় না কমলে হবে বড় আন্দোলন। ১০ দিনের ধর্মঘট ডাকবে তাজির অ্যাকশন কমিটি। তাদের দাবি কমাতে হবে পেট্রোপণ্যের দামও। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকা বলেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধি তেমন বড় সমস্যা নয়, বিরোধীরা এটা ইস্যু করছে। এই মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়। ক্ষেপে ওঠে সাধারণ নাগরিকরা। প্রতিবেশী দেশ ভারতে যখন বিদ্যুৎ ভর্তুকি দেওয়া হয়। ইউনিট প্রতি বিদ্যুৎ সর্বাধিক ৯ থেকে ১১ টাকা। তখন পাকিস্তান সরকার মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ বলছেন পাকিস্তানিরা।